ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মুন্সীগঞ্জের গজারিয়ায় প্রধান সড়ক বেহাল

প্রকাশিত: ০৪:১৮, ২ সেপ্টেম্বর ২০১৮

  মুন্সীগঞ্জের গজারিয়ায় প্রধান সড়ক বেহাল

মীর নাসিরউদ্দিন উজ্জ্বল, মুন্সীগঞ্জ ॥ গজারিয়া উপজেলার প্রধান সড়ক চার বছর ধরে বেহাল অবস্থায় রয়েছে। উপজেলার ভবেরচর এলাকার বাসস্ট্যান্ড থেকে শুরু উপজেলা পরিষদ পর্যন্ত প্রধান এ সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত ও খানাখন্দে ভরা। এতে প্রায়শই ঘটছে দুর্ঘটনা। যাত্রীরা পড়ছেন দুর্ভোগের কবলে। দুর্ঘটনা কবলিত হচ্ছেন তারা। এক কথায় মরণফাঁদে পরিণত হয়ে উঠেছে গজারিয়া উপজেলার প্রধান সড়কটি। এ সড়কে যাতায়াত করতে গিয়ে সাধারণ মানুষের পাশাপাশি স্কুল-কলেজের শিক্ষার্থী ও সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের চাকরিজীবীরা নিত্য ভোগান্তির শিকার হচ্ছেন। শুক্রবার সরেজমিনে উপজেলার এ প্রধান সড়কের বেহাল চিত্রের দেখা মিলেছে। দেখা গেছে- অসংখ্য স্থানে বড় বড় গর্তের ক্ষত চিহ্ন। বিভিন্ন স্থানে খানাখন্দের সৃষ্টি হয়ে ভোগান্তির সৃষ্টি করছে যাত্রীদের। এ সময় বিভিন্ন পেশাজীবী মানুষের সঙ্গে কথা হলে তারা প্রধান এ সড়ক সংস্কার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন। ভবেরচর গ্রামের বাসিন্দা নজরুল ইসলাম ও আতাউর রহমান বলেন, চার বছর ধরে সড়কের পিচ উঠে যাচ্ছে। বিভিন্নস্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। ৬ কিলোমিটার দীর্ঘ ও ১২ ফুট চওড়া সড়কটি স্থানীয়দের কাছে চরম দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। গজারিয়া উপজেলার বিভিন্ন প্রান্তের লাখো মানুষের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, থানা-পুলিশ, হাইওয়ে পুলিশ, উপনিবন্ধকের কার্যালয়, ভবেরচর ওয়াজের আলী উচ্চ বিদ্যালয়, উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে যাতায়াতের অন্যতম মাধ্যম এ সড়ক। অথচ ৪ বছর ধরেই সড়কের এ বেহাল চিত্র বিদ্যমান বলে স্থানীয়রা জানিয়েছেন। এদিকে সড়কটি সংস্কারের দাবিতে স্কুল-কলেজের শিক্ষার্থীসহ এলাকার বাসিন্দারা বিভিন্ন সময়ে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করে আসছেন। স্মারকলিপি পর্যন্ত পেশ করেছেন। তবু সড়ক সংস্কারে টনক নড়েনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। নারায়ণগঞ্জ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী আলীউল হোসেন বলেন, সড়কটি আরও প্রশস্ত করতে আমরা প্রাক্কলন তৈরি করে মন্ত্রণালয়ে পাঠিয়েছি। ইতোমধ্যে সেটা অনুমোদন করা হয়েছে। শীঘ্রই সড়কের দরপত্র আহ্বান করা হবে।
×