ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

গরুর হাটের ইজারার টাকা নিয়ে বিতন্ডা, পিটুনিতে সন্তান নষ্ট

প্রকাশিত: ০৫:৩৯, ১ সেপ্টেম্বর ২০১৮

  গরুর হাটের ইজারার টাকা নিয়ে বিতন্ডা, পিটুনিতে সন্তান নষ্ট

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর কামরাঙ্গীরচরে গরুরহাটের ইজারার টাকার ভাগবাটোয়ারা নিয়ে বাগবিতণ্ডার জের ধরে থানা আওয়ামী লীগ সভাপতির পিটুনিতে মহিলা আওয়ামী লীগ নেত্রী নিলুফার ইয়াসমিন নিলুর (৪৫) তিন মাসের গর্ভের সন্তান নষ্ট হয়ে গেছে। তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের গাইনি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। কর্তব্যরত চিকিৎসক জানিয়েছে, তিনি তিন মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। তলপেটে গুরুতর জখম হওয়ায় অতিরিক্ত রক্তক্ষরণে তার সন্তান নষ্ট হয়ে গেছে। অপারেশন করা হয়েছে। স্থানীয় আওয়ামী লীগ সূত্র জানায়, আহত নিলুফার প্রস্তাবিত কমিটির মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক। আহত নিলু অভিযোগ করেন, ঈদ-উল-আজহায় কামরাঙ্গীরচরের গরুরহাটের ইজারা পান থানা আওয়ামী লীগ সভাপতি আবুল হোসেন সরকার ও সাধারণ সম্পাদক সোলেমান মাতব্বর। হাটের আয় থেকে স্থানীয় মহিলা আওয়ামী লীগ নেতাকর্মীদের এক লাখ টাকা দেয়ার কথা ছিল। এমনকি মহিলা আওয়ামী লীগের টাকাটি থানা আওয়ামী লীগ সভাপতি আবুল হোসেন সরকারের স্ত্রী সংরক্ষিত ১৯ নং ওয়ার্ডের মহিলা কমিশনার শিউলী সরকারের কাছে দিয়ে দেয়া হয়। কিন্তু থানা আওয়ামী লীগ সভাপতি ও তার স্ত্রী শিউলী টাকা দিতে টালবাহানা করেন। তিনি জানান, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে মহিলা আওয়ামী লীগের নেতাকর্মীদের ডাকেন আবুল হোসেন সরকার। কামরাঙ্গীরচর আলীনগর খালপাড় চৌরাস্তায় আবুল হোসেনের স্ত্রী শিউলীকে কমিশনার কার্যালয়ে মহিলা আওয়ামী লীগের নেত্রীরা ডেকে নিয়ে যায়। সেখানে মহিলা আওয়ামী লীগের নেত্রীরা গেলে তাদের প্রত্যেককে এক হাজার করে টাকা দিতে চান। এ নিয়ে বাগবিতণ্ডার একপর্যায়ে আবুল হোসেন সরকার ও তার স্ত্রী শিউলী সরকার মহিলা আওয়ামী লীগ নেত্রীদের ওপর হামলা চালান। নিলুফার জানান, এ সময় থানার সভাপতি আবুল হোসেন তাকে লাঠি দিয়ে বেদম প্রহার করে। পেটে লাথি মারে। পিটুনিতে আরও চারজন আহত হয়। পরে অন্তঃসত্ত্বা নিলুফারের অবস্থা গুরুতর দেখে রাত সাড়ে ১১ টার দিকে তাকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। এ ব্যাপারে কামরাঙ্গীরচর থানা আওয়ামী লীগ সভাপতি আবুল হোসেন সরকার জানান, ওদের ৫০ হাজার টাকা দেয়ার কথা ছিল। আমরা বৃহস্পতিবার মহিলা আওয়ামী লীগের ৪৭ জনকে ডেকে এক হাজার করে টাকা দিতে চাই। এ সময় নিলু আরও ১৯ জনের টাকা দাবি করে। এ নিয়ে বাগবিতণ্ডার একপর্যায়ে হাতাহাতি হয়। এ সময় আমার স্ত্রী কাউন্সিলর শিউলী সরকারকে মারধর করে তারা। তাকে ঢাকা মেডিক্যালে ভর্তি করা হয়েছে। এদিকে ঘটনার পর বৃহস্পতিবার রাতে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম আহতদের দেখতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে যান। তিনি তাদের চিকিৎসার খোঁজখবর নেন। কামরাঙ্গীরচর থানার ওসি শাহীন ফকির বলেন, দুপক্ষের মধ্যে হাতাহাতি-মারামারির ঘটনা ঘটেছে। তবে কেউ অভিযোগ নিয়ে আসেনি।
×