ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

প্রধানমন্ত্রী ঢাবিতে ‘৭ মার্চ ভবন’ উদ্বোধন করবেন আজ

প্রকাশিত: ০৫:০৮, ১ সেপ্টেম্বর ২০১৮

  প্রধানমন্ত্রী ঢাবিতে ‘৭ মার্চ ভবন’ উদ্বোধন করবেন আজ

স্টাফ রিপোর্টার ॥ ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলে নবনির্মিত ‘৭ মার্চ ভবন’ উদ্বোধন করতে আজ শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর আগমন উপলক্ষে রোকেয়া হলসহ পুরো বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। প্রধানমন্ত্রীর নিরাপত্তা কাজে নিয়োজিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও হল প্রাঙ্গণে সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন। বিশ্ববিদ্যালয় জনসংযোগ অফিস সূত্রে জানা যায়, সকাল সাড়ে ১০টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ‘৭ মার্চ ভবন’ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী আনুমানিক দুপুর ২টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন। শুক্রবার সরেজমিন গিয়ে দেখা গেছে, সার্বক্ষণিক পুলিশের পোশাকে ও সিভিল পোশাকে গোয়েন্দারা ব্যস্ততম সময় পার করছেন। রোকেয়া হলের ভেতরে ও বাইরের গেটে সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে। এছাড়া হল অভ্যন্তরেও ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়েছে। হলে কারা কখন প্রবেশ করছে, কারা বের হচ্ছে তা হল প্রশাসনের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও পর্যবেক্ষণ করছে। হলের সামনের অস্থায়ী দোকানগুলোও তুলে দেয়া হয়েছে। এছাড়া ক্যাম্পাসের ভেতরের রাস্তাগুলো সংস্কার করা হয়েছে। এ বিষয়ে রোকেয়া হলের প্রাধ্যক্ষ অধ্যাপক জিনাত হুদা বলেন, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি। তার নিরাপত্তা নিশ্চিতকরণের বিষয়ে রোকেয়া হল প্রশাসন জিরো টলারেন্সের ভূমিকা নিয়েছে। এছাড়া হলে প্রায় ১৪০০ শিক্ষার্থী ছাড়াও আবাসিক শিক্ষক ও কর্মচারীগণ রয়েছেন। প্রধানমন্ত্রীসহ সকলের নিরাপত্তার স্বার্থে যথাযথ ব্যবস্থা নিয়েছি। তিনি আনন্দঘন পরিবেশে আসবেন। আমরাও আনন্দের মধ্য দিয়ে তার আগমনকে উপভোগ করতে চাই। এই বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী বলেন, প্রধানমন্ত্রীর নিরাপত্তার বিষয়ে আমাদের জিরো টলারেন্স থাকবে। রাষ্ট্রীয় আচার-অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর জন্য যে নিরাপত্তা থাকে, এখানেও তার জন্য তেমন নিরাপত্তার ব্যবস্থা থাকবে। প্রধানমন্ত্রীর আগমনের পথকে রঙিন করে তুলতে সচিবালয় থেকে রোকেয়া হল পর্যন্ত আলপনা এঁকেছে ঢাকা বিশ^বিদ্যালয় সম্মিলিত শিক্ষার্থী সংসদ। এ বিষয়ে ঢাকা বিশ^বিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সঞ্জিত চন্দ্র দাস বলেন, ১ সেপ্টেম্বর ঢাকা বিশ^বিদ্যালয়ে আসবেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার এই আগমনকে আমরা তার হৃদয় মন্দিরে চিরস্মরণীয় জায়গায় প্রতিস্থাপিত করে দিতে চাই। এদিকে প্রধানমন্ত্রীর আগমনকে স্বাগত জানিয়ে ব্যানার-ফেস্টুনের মাধ্যমে শিক্ষাখাতে প্রধানমন্ত্রী তথা আওয়ামী লীগ সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরবে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ। ঢাকা বিশ^বিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসাইন বলেন, শিক্ষাখাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে সকল উন্নয়নমূলক কাজ করেছেন, ব্যানার ফেস্টুনের মাধ্যমে আমরা সে উন্নয়নের চিত্রগুলো তুলে ধরব। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে রাস্তা দিয়ে বিশ্ববিদ্যালয়ে আসবেন, সে রাস্তার দু’পাশে থাকবে এসব ব্যানার-ফেস্টুন।
×