ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

দ্বিতীয়পর্বে শারাপোভা-ওজনিয়াকি

প্রকাশিত: ০৬:৪৪, ৩০ আগস্ট ২০১৮

দ্বিতীয়পর্বে শারাপোভা-ওজনিয়াকি

স্পোর্টস রিপোর্টার ॥ ইউএস ওপেনের দ্বিতীয়দিনে ফেবারিটদের জয়জয়কার। দারুণ জয়েই টুর্নামেন্টের মিশন শুরু করেছেন মারিয়া শারাপোভা, পেত্রা কেভিতোভা, এ্যাঞ্জেলিক কারবার, ডোমিনিকা সিবুলকোভা, নাওমি ওসাকা এবং ক্যারোলিন ওজনিয়াকির মতো তারকারা। তবে প্রথম রাউন্ড থেকেই ছিটকে গেছেন গ্রেট ব্রিটেনের জোহানা কন্টা, সুইজারল্যান্ডের বেলিন্ডা বেনচিচ এবং অস্ট্রেলিয়ার সামান্থা স্টোসার। রাশিয়ান টেনিসের গ্ল্যামারগার্ল মারিয়া শারাপোভা ইউএস ওপেনের মিশন শুরু করেন সুইজারল্যান্ডের পেটি ¯েœইডারের বিপক্ষে ম্যাচ দিয়ে। প্রতিপক্ষের বিপক্ষে প্রথম সেট ৬-২ ব্যবধানে খুব সহজেই জিতে নেন তিনি। কিন্তু দ্বিতীয় রাউন্ডেই ঘাম ঝরেছে বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের সাবেক নাম্বার ওয়ান এই তারকার। বয়সে ঊনচল্লিশকেও ছাড়িয়ে গেছেন ¯েœইডার। কিন্তু তারপরও ঝাঁঝ কমেনি এতটুকু। গ্র্যান্ডস্লামের ইতিহাসে সবচেয়ে বেশি বয়সী খেলোয়াড় হিসেবে কোর্টে নেমেও শারাপোভার বিপক্ষে দ্বিতীয় সেটে দুর্দান্ত লড়াই করেছেন। যদিওবা শেষ পর্যন্ত পাঁচ গ্র্যান্ডস্লামের মালিক শারাপোভা ৬-২ এবং ৭-৬ (৮/৬) গেমে হারান পেটি ¯েœইডারকে। সুইজারল্যান্ডের এই টেনিস খেলোয়াড়ের বিপক্ষে আট বছরের মধ্যে এবারই প্রথম মুখোমুখি হন শারাপোভা। জয়ের পর নিজের পারফর্মেন্সে সন্তুষ্ট প্রকাশ করেছেন শারাপোভা। এ বিষয়ে রাশান তারকা বলেন, ‘তার বিপক্ষে ম্যাচে আমি গড়ে দুই ঘণ্টা ২০ মিনিট করে খেলেছি। যে কারণে এই ম্যাচেও যে লড়াই হবে সেটা আগে থেকেই ধারণা করেছিলাম।’ এদিকে শারাপোভার বিপক্ষে ম্যাচের শেষে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে ¯েœইডার বলেন, ‘এখানে ফিরে আসায় আমার কাছে মোটেও বিশেষ কিছু মনে হচ্ছে না। তবে সময়টা খুব দ্রুতই ফুরিয়ে গেছে। শারাপোভার বিপক্ষে যে আমি সর্বশেষ আট বছর আগে খেলেছিলাম মোটেও মনে হয়নি তা।’ জয় দিয়ে মিশন শুরু করলেন ক্যারোলিন ওজনিয়াকিও। গত একদশক ধরেই টেনিস কোর্টের আলোচিত তারকাদের একজন এই ড্যানিশ খেলোয়াড়। কিন্তু দুর্ভাগ্য তার। ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ডস্লামটা জিতেছেন এ বছরেই অস্ট্রেলিয়ান ওপেন জয়ের মধ্য দিয়ে। মৌসুমের প্রথম গ্র্যান্ডস্লাম জয়ের পরের সময়টাতে অবশ্য নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি তিনি। তবে নিউইয়র্কে জয় দিয়েই লড়াই শুরু করেছেন সাবেক এক নম্বর খেলোয়াড়। এদিন তিনি ৬-৩ এবং ৬-২ গেমে হারিয়েছেন অস্ট্রেলিয়ার সামান্থা স্টোসারকে। ২০১১ সালে ইউএস ওপেনের শিরোপা জিতেছিলেন স্টোসার। এখন পর্যন্ত সেটাই তার ক্যারিয়ারের প্রথম এবং শেষ গ্র্যান্ডস্লাম। অনেক স্মৃতি মাখা ইউএস ওপেনের এই কোর্টে এবারও ভাল শুরুর প্রত্যাশা করেছিলেন। কিন্তু তাকে প্রথম রাউন্ড থেকেই বিদায় করে দিলেন ক্যারোলিন ওজনিয়াকি। দ্বিতীয়পর্বে ড্যানিশ তারকা মুখোমুখি হবেন লেসিয়া সুরেঙ্কোর। গত মাসেই উইম্বলডন জয়ের মধ্য দিয়ে দীর্ঘদিন পর স্বরূপে ফিরেন এ্যাঞ্জেলিক কারবার। জার্মান তারকা ইউএস ওপেনেও জয় পেয়েছেন। নিজের প্রথম ম্যাচে তিনি ৭-৬ (৭/৫) এবং ৬-৩ গেমে হারিয়েছেন রাশিয়ার মার্গারিটা গাসপারিয়ানকে। জয় পেয়েছেন দুইবারের উইম্বলডন জয়ী পেত্রা কেভিতোভাও। চেক প্রজাতন্ত্রের এই টেনিস খেলোয়াড় প্রথমপর্বের ম্যাচে ৬-১ এবং ৬-৪ গেমে হারিয়েছেন বেলজিয়ামের ইয়ানিনা উইকমায়েরকে। দ্বিতীয় রাউন্ডের ম্যাচে কেভিতোভার প্রতিপক্ষ চীনের ইয়াফান ওয়াং। ফ্রেঞ্চ ওপেন জিতে টেনিস বিশ্বে আলো ছড়িয়েছিলেন লাটভিয়ার জেলেনা ওস্টাপেঙ্কোও। কিন্তু সেই পারফর্মেন্সের ধারাবাহিকতা ধরে রাখতে পারেননি তিনি। তবে নিউইয়র্কে জয় পেয়েছেন নিজের প্রথম ম্যাচে। প্রথম রাউন্ডের ম্যাচে ফরাসী ওপেনের শিরোপা জয়ী ৬-৪, ৪-৬ এবং ৭-৫ গেমে হারান জার্মানির আন্দ্রেয়া পেটকোভিচকে। এছাড়াও প্রথম রাউন্ডের বাধা পেরিয়ে দ্বিতীয় রাউন্ডের টিকেট কেটেছেন ফ্রান্সের ক্যারোলিন গার্সিয়া, পুয়ের্তো রিকোর মনিকা পুইগ, স্পেনের কার্লা সুয়ারেজ নাভারো, রাশিয়ার দারিয়া কাসাতকিনা এবং হল্যান্ডের কিকি বার্টেন্স।
×