ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

আরিফ হোসাইন হিয়া

বেহাল সড়ক

প্রকাশিত: ০৫:২৬, ৩০ আগস্ট ২০১৮

বেহাল সড়ক

সারাদেশের আঞ্চলিক মহাসড়কগুলোর করুণ অবস্থা। নিম্নমানের কাজ ও সাম্প্রতিক বৃষ্টি-বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক নির্মাণ বা মেরামতের কোন উদ্যোগও দৃশ্যমান নয়। খানাখন্দে ভরা এসব রাস্তায় যানবহন চলাচল এখন কঠিন হয়ে পড়েছে। সেই সঙ্গে আছে তীব্র যানজট। ইদের সময় দেশের মহাসড়কের ওপর চাপ বহুলাংশে বেড়ে যায়। বিশেষ করে কোরবানির ঈদে প্রচুর সংখ্যক গবাদী পশু পরিবহন করা হয়। এতে মহাসড়কের ওপর বাড়তি একটা চাপ পড়ে। যার ফলে মহাসড়কে বিভিন্নভাবে ক্ষয়ক্ষতি লক্ষ্য করা যায়। মহাসড়কের এই দুরবস্থা দেখে মানুষ প্রত্যক্ষ অভিজ্ঞতা লাভ করে এমনকি যান চলাচলের পরিস্থিতি দেখেও সাম্যক ধারণা মেলে। এই সড়কগুলোতে চলাচল করতে বিচিত্র ঘটনা, ভোগান্তি ও নানান সমস্যার মুখোমুখি হতে হয় মানুষকে। এখন প্রশ্ন জাগে প্রতি কোরবানির ঈদেই কি এমনটা চলতে থাকবে? না, এমনভাবে চলতে পারে না। একটি টিভি চ্যানেলে একটা প্রতিবেদন দেখলাম। সেখানে দেখানো হলো যে, প্রতিবছরের মতো এবারও ঢাকা মহাসড়ক হতে ময়মনসিংহ রোড়, গাজীপুর রোড়, সিরাজগঞ্জ রোড় ও ফরিদপুর রোড়গুলো প্রায় ১৫ কিলোমিটার পর্যন্ত যানজটের সৃষ্টি হয়েছে। ফলে মানুষের ভোগান্তির সীমা ছাড়িয়ে যাচ্ছে এবং তিক্ত অভিজ্ঞতার মুখোমুখি হচ্ছে। এছাড়াও যানবহনের তীব্র প্রতিযোগিতার ফলে সড়ক দুর্ঘটনায় অনেক মানুষ প্রাণ হারাচ্ছে। তাহলে আবারও প্রশ্ন জাগে এ সব সমস্যার সমাধান কিভাবে করা যাবে? আমি মনে করি যখন দেশের বিভিন্ন প্রান্তে মহাসড়কগুলো নির্মাণ করা হয় তখন এর সুষ্ঠু তদারকি থাকা প্রয়োজন যে আদৌ ঠিকঠাক মতো রাস্তা নির্মাণ করা হচ্ছে কি না। কেননা আমরা দেখতে পাই যে, কোন সড়ক নির্মাণের জন্য যে পরিমাণ বাজেট দেওয়া হয় তার পুরোটা ব্যয় করা হয় না। যার কারণেই রাস্তাগুলো কয়েক বছর যেতে না যেতেই ভেঙ্গে যায় আর ভোগান্তি পোহাতে হয় সাধারণ জনগণকে। আরেকটি বিষয় হলো যে রাস্তাগুলো ভালভাবে নির্মিত হয় সেই সকল রাস্তার একটা ধারণ ক্ষমতা থাকে। একই রাস্তা দিয়ে যদি আমরা প্রতিনিয়ত মালভর্তি গাড়ি চলাচল করাই তাহলে সেই সকল রাস্তা বেশিদিন স্থায়ী হয় না। আর এমনই চিত্র লক্ষ্য করা যায় প্রতি কোরবানির ঈদে। কেননা এই সময় প্রচুর সংখ্যক গবাদী পশু পরিবহন করা হয়। যার কারণে মানুষের ভোগান্তি বেড়ে যায়। প্রতি কোরবানির ঈদে এ ধরনের সমস্যা যাতে ভোগ করতে না হয় তার জন্য আমাদের সবাইকে সচেতন হতে হবে। সড়ক ও পরিবহনের সুষ্ঠু ব্যবহার নিশ্চিতকরণ ও এর পাশপাশি যোগাযোগ মন্ত্রণালয়ের তদারকী জরুরী। যাতে সড়কে কোন ধরনের অনিয়ম না থাকে। আবার কেউ নিয়ম বহির্ভূত কাজ করলে আইনের আওতায় এনে শাস্তি প্রদান করতে হবে। এই ধরনের পরিকল্পনা অনুযায়ী যাতায়াত নিশ্চিত হলে প্রতি কোরবানির ঈদে ভোগান্তি ও সমস্যার মুখোমুখি হতে হবে না। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে
×