ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

ক্রিকেটারদের সতর্ক করল শ্রীলঙ্কা

প্রকাশিত: ০৬:৩৯, ২৯ আগস্ট ২০১৮

ক্রিকেটারদের সতর্ক করল শ্রীলঙ্কা

স্পোর্টস রিপোর্টার ॥ সম্প্রতি শ্রীলঙ্কার ঘরোয়া টি২০ লীগে কিছু সন্দেহজনক ব্যক্তির সঙ্গে কিছু খেলোয়াড়কে কথা বলতে দেখা গেছে। গত শনিবার ডাম্বুলায় অনুষ্ঠিত সেই ম্যাচে সংশ্লিষ্ট খেলোয়াড়দের দ্রুত সার্বিক বিষয়াদি জানানোর আহ্বান জানিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। সতর্ক করা হয়েছে কোন ব্যক্তি যদি ফিক্সিংয়ের জন্য প্রলুব্ধ করে থাকে তা ফাঁস করার জন্য। শনিবারের ওই ম্যাচে দিমুথ করুনারতেœর দল গল টিম ৭ রানে হারিয়ে দেয় দাসুন শানাকার ক্যান্ডিকে। ওই ম্যাচের ভিডিও ফুটেজে কিছু সন্দেহজনক ব্যক্তির উপস্থিতি দেখা গেছে কয়েকজন ক্রিকেটারের সঙ্গে। এ বিষয়ে এসএলসির এক কর্মকর্তা বলেন, ‘তাদের দেখে মনে হয়েছে ভারতীয় উপমহাদেশের লোকজন। স্টেডিয়ামে তাদের মাত্রাতিরিক্ত মোবাইল ফোন ব্যবহার সন্দেহের উদ্রেক করেছে এবং তাদের মাঠের বাইরে যেতে বলা হয়।’ ইতোমধ্যেই বোর্ড এসএলসির দুর্নীতি বিরোধী ইউনিটকে বলেছে টি২০ লীগ ম্যাচ চলার সময় মাঠে এবং ম্যাচ শেষে টিম হোটেলগুলোয় নজরদারি করতে। এক বিবৃতিতে বলা হয়, ‘শ্রীলঙ্কা ক্রিকেট ইতোমধ্যেই লীগে অংশ নেয়া দলের ম্যানেজারদের এবং খেলোয়াড়দের বিস্তারিত জানানোর জন্য আহ্বান জানিয়েছে যদি কোন ব্যক্তি ফিক্সিং করার ব্যাপারে কিছু বলে থাকে।’ এসএলসি এমনকি ম্যাচ ফিক্সিং নিরসনের জন্য বিশেষ পুলিশ ইউনিটও রেখেছে।
×