ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

হামলা ও ভাংচুর

রাজশাহী ছাত্রদলের ৯ কমিটি স্থগিত

প্রকাশিত: ০৫:৫৯, ২৯ আগস্ট ২০১৮

রাজশাহী ছাত্রদলের ৯ কমিটি স্থগিত

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ বিএনপি কার্যালয়ে তালা ও হামলার প্রেক্ষিতে অবশেষে রাজশাহী মহানগর ছাত্রদলের নতুন ৯ ইউনিট কমিটি স্থগিত করা হয়েছে। সোমবার রাতে গণমাধ্যমকে দেয়া প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় নগর ছাত্রদল। কমিটি নিয়ে ছাত্রদলের দু’পক্ষের মধ্যে উত্তেজনার প্রেক্ষিতে এ সিদ্ধান্ত নিল নগর ছাত্রদল। মহানগর ছাত্রদলের দফতর সম্পাদক মাহমুদ ইভানের পাঠানো ওই প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্তক্রমে নগর ছাত্রদল ঘোষিত ছয়টি থানা ও তিন কলেজ শাখা কমিটি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হলো। ওই বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন নগর ছাত্রদল সভাপতি আসাদুজ্জামান জনি এবং সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি। এর আগে শনিবার রাতে এ দুজনের স্বাক্ষরেই ঘোষণা দেয়া হয় নগরীর বোয়ালিয়া, রাজপাড়া, মতিহার, শাহমখদুম, চন্দ্রিমা ও কাশিয়াডাঙ্গা থানা ছাত্রদলের কমিটি। একইসঙ্গে ঘোষণা আসে রাজশাহী কলেজ, সিটি কলেজ ও নিউ গভ. ডিগ্রী কলেজ শাখা ছাত্রদল কমিটিও। তবে নতুন এ কমিটি প্রত্যাখ্যান করে রবিবার দুপুরে দলীয় কার্যালয়ে তালা দেয় পদবঞ্চিতরা। ওই দিনই সন্ধ্যায় সেই তালা ভেঙ্গে ভেতরে ঢোকে নয়া কমিটির নেতাকর্মীরা। পরে সেখানে সভাও করে নতুন কমিটির নেতারা। সোমবার দুপুরে আবারও দলীয় কার্যালয়ে গিয়ে নতুন কমিটির নেতারা সভা করছিল। খবর পেয়ে পদবঞ্চিতরা গিয়ে তাদের বের করে দেয়। এ নিয়ে দু’পক্ষের মধ্যে হাতাহাতিও হয়। ভাংচুর চালানো হয় নগর বিএনপির কার্যালয়ে। তবে পুলিশ পৌঁছার আগেই কার্যালয়ে ছেড়ে যান দু’পক্ষের নেতাকর্মীরা। এ নিয়ে কোন পক্ষই এখনও থানায় অভিযোগ দেয়নি।
×