ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

গুজব ছড়ানোর অভিযোগ

জামিন পেলেন ফারিয়া মাহজাবিন

প্রকাশিত: ০৫:৫৭, ২৯ আগস্ট ২০১৮

জামিন পেলেন ফারিয়া মাহজাবিন

স্টাফ রিপোর্টার ॥ নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন চলার সময় ফেসবুকে উস্কানিমূলক পোস্ট ও গুজব ছড়ানোর অভিযোগে তথ্যপ্রযুক্তি আইনে দায়ের মামলায় গ্রেফতার ফারিয়া মাহজাবিনের জামিন মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার ঢাকার অতিরিক্ত মহানগর হাকিম আমিনুল ইসলামের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। ফারিয়ার আইনজীবী জায়েদুর রহমান এ তথ্য জানিয়েছেন। এর আগে ১৭ আগস্ট মামলার তদন্ত কর্মকর্তা সাত দিনের রিমান্ডের আবেদন করলে বিচারক ফারিয়াকে তিন দিনের রিমান্ডে পাঠিয়েছিলেন। আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, ফারিয়া মাহজাবিন নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে উদ্দেশ্যমূলকভাবে সংহতি প্রকাশ করেন। ফেসবুকে বিভিন্ন ধরনের মিথ্যা, বানোয়াট ছবি, গুজব, বানোয়াট ভিডিও ভাইরাল, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভিন্ন খাতে নিতে বিভ্রান্তমূলক স্ট্যাটাস দিতেন তিনি। নিরাপদ সড়ক চাই আন্দোলনের পরিপ্রেক্ষিতে সরকার ছাত্রদের সব দাবি মেনে নিলেও অন্য সহযোগীদের নিয়ে অন্যায়ভাবে বিক্ষোভ কর্মসূচী পরিচালনা এবং রাস্তায় সাধারণ মানুষের ওপর হামলা করার উদ্দেশে অপ-তৎপরতা করে আসছেন। এ ঘটনায় রাজধানীর হাজারীবাগ থানায় তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনে মামলা দায়ের করা হয়। গত ১৬ আগস্ট ফারিয়াকে ধানম-ির হাজী আফসার উদ্দিন রোডের বাসা থেকে গ্রেফতার করে র‌্যাব-২-এর একটি দল।
×