ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

সংস্কৃতি সংবাদ

শিল্পকলায় খেয়ালী নাট্যগোষ্ঠীর ‘মূল্যবোধের নাট্যরজনী’ শুরু

প্রকাশিত: ০৫:৫৫, ২৯ আগস্ট ২০১৮

শিল্পকলায় খেয়ালী নাট্যগোষ্ঠীর ‘মূল্যবোধের নাট্যরজনী’ শুরু

স্টাফ রিপোর্টার ॥ নিবেদিতপ্রাণ এক নাট্যকর্মী মোঃ ইউনুস,। মরণব্যাধি ক্যান্সারে নিভে যায় তার জীবন প্রদীপ। খেয়ালী নাট্যগোষ্ঠীর সেই নাট্যকর্মী স্মরণে শুরু হলো তিন দিনব্যাপী ‘মূল্যবোধের নাট্য রজনী।’ ‘আদব মোহাব্বতে গড়ে তুলি প্রেমময় বাংলাদেশ’ স্লোগানে মঙ্গলবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে এ উৎসবের সূচনা হয়। দশটি নাটক নিয়ে সাজানো হয়েছে উৎসব। আয়োজক নাট্য সংগঠন খেয়ালী নাট্যগোষ্ঠীর তিনটি নাটকের সঙ্গে আরও সাতটি নাট্যদলের সাতটি স্বল্প পরিসরে নাটক ঠাঁই পেয়েছে উৎসবে। আয়োজনে সহযোগিতা করছে শিল্পকলা একাডেমি ও গ্রুপ থিয়েটার ফেডারেশান। প্রধান অতিথি হিসেবে উৎসব উদ্বোধন করেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কর্মসংস্থান ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আবুল হোসেন, গ্রুপ থিয়েটার ফেডারেশনের সেক্রেটারি জেনারেল কামাল বায়েজিদ ও সহকারী সেক্রেটারি জেনারেল চন্দন রেজা। সভাপতিত্ব করেন খেয়ালী নাট্যগোষ্ঠীর প্রতিষ্ঠাতা ও সভাপতি এ কে এ কবীর। উদ্বোধনী আলোচনা শেষে মঞ্চস্থ হয় দুইটি নাটক। প্রথমে পরিবেশিত হয় অবয়ব নাট্যদলের নাটক ‘নিশূন্য অঞ্চল’। নাটকটি রচনা করেছেন শহীদুল হক খান শ্যানন। নির্দেশনা দিয়েছেন গোলাম ওয়াদুদ তাপন। খেয়ালী নাট্যগোষ্ঠী মঞ্চস্থ করে ‘যুদ্ধ, যুদ্ধ!’। নাটকটি রচনা ও নির্দেশনায় ছিলেন এ কে এ কবীর। আজ বুধবার উৎসবের দ্বিতীয় দিন। এদিন সন্ধ্যায় মঞ্চস্থ হবে চারটি নাটক। পরিবেশিত হবে স্বরবীথি থিয়েটারের প্রযোজনা ‘শান্তি’। রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা অবলম্বনে নির্মিত নাটকটির নির্দেশনা দিয়েছেন শওকত হাসান। সুষম নাট্য সম্প্রদায় মঞ্চায়ন করবে খন্দকার আনোয়ারুল ইসলাম রচিত ও নির্দেশিত নাটক ‘গয়না’। উৎপল দত্ত রচিত ‘মেঘ’ নামের নাটক পরিবেশন করবে বাঙলা নাট্যদল। প্রযোজনাটির নির্দেশনা দিয়েছেন হ. ম. সহিদুজ্জামান। খেয়ালী নাট্যগোষ্ঠী মঞ্চস্থ করবে ‘ফকির আলীর গায়েবী জানাজা’। প্রযোজনাটি রচনার পাশাপাশি নির্দেশনা দিয়েছেন এ কে এ কবীর। উৎসবের শেষ দিন বৃহস্পতিবার থাকছে চার নাটকের প্রদর্শনী। খেয়ালী নাট্যগোষ্ঠী মঞ্চস্থ করবে ‘বটতলার পাগলা’। প্রযোজনাটির রচনার পাশাপাশি নির্দেশনা দিয়েছেন এ কে এ কবীর। এরপর মঞ্চস্থ হবে চন্দ্রকলা থিয়েটারের প্রযোজনা ‘স্বপ্নের তরী’। নাটকটি রচনার পাশাপাশি নির্দেশনা দিয়েছেন এইচ আর অনিক। পরিবেশিত হবে আমিনুল হক আমীন রচিত ও নির্দেশিত মুক্তালয় নাট্যাঙ্গনের নাটক ‘মুক্তি’। রঙ্গনা নাট্যগোষ্ঠী মঞ্চস্থ করবে ‘কালের সাক্ষী’। সিরাজ হায়দারের রচনায় নাটকটির নির্দেশনা দিয়েছেন হাসান হাফিজুর রহমান বাবলা। ‘বঙ্গবন্ধু : মৃত্যুঞ্জয়ী মহানায়ক’ প্রদর্শনীর ক্যাটালগের মোড়ক উন্মোচন ॥ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে মাসব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করেছে জাতীয় জাদুঘর। সেই মাসব্যাপী আয়োজনের মধ্যে রয়েছে বঙ্গবন্ধুর বর্ণাঢ্য জীবনভিত্তিক মাসব্যাপী বিশেষ প্রদর্শনী। এই প্রদর্শনী নিয়ে ‘বঙ্গবন্ধু : মৃত্যুঞ্জয়ী মহানায়ক’ শীর্ষক ক্যাটালগের মোড়ক উন্মোচন করা হবে আজ বুধবার। বেলা আড়াইটায় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোঃ নাসির উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি থাকবেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ মসিউর রহমান। সভাপতিত্ব করবেন জাদুঘরের মহাপরিচালক মোঃ আব্দুল মান্নান ইলিয়াস।
×