ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নিখোঁজ চার হাজীর সন্ধান চেয়েছে সৌদি হজ মিশন

প্রকাশিত: ০৫:৩২, ২৯ আগস্ট ২০১৮

নিখোঁজ চার হাজীর সন্ধান চেয়েছে সৌদি হজ মিশন

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ থেকে সৌদি আরবে হজে গিয়ে উল্লেখযোগ্য সংখ্যক হজযাত্রী হজের আগে পরে নিখোঁজ হয়েছেন। এদের মধ্যে অনেকেই ফিরে এলেও গত এক সপ্তাহে চারজনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সৌদি হজ মিশন বলছে, পবিত্র হজ পালনকালে আরাফা, মুজদালিফা ও মিনা থেকে নিখোঁজ চার হাজীর সন্ধান আজও মেলেনি। নিখোঁজ চারজন হলেন- মোঃ আজিজার গোলদার পাসপোর্ট নম্বর বিটি ০৪৬২৪৩২ ও পিআইডি. ১২৩৬১৪৭, মোঃ মহসিন সিরাজী পিআইডি ১৪৭১২২৬, মোঃ জহুরুল হক পিআইডি ৮১০০৯০৩ ও রুহুল আমিন পিআইডি ০১৬৫১১৫। মক্কায় বাংলাদেশ হজ মিশন জানিয়েছে-হজের আগে ও পরে মক্কা, মদিনা, মুজদালিফা ও মিনা থেকে প্রায় হাজার তিনেক নারী ও পুরুষ হারিয়ে যান বা নিখোঁজ হন। হজ ভলান্টিয়ারদের সহায়তায়, স্বেচ্ছায় কিংবা সৌদি পুলিশের সহায়তায় তাদের প্রায় সবাই ফিরে এলেও চারজন এখনও ফিরে আসেনি। নিখোঁজদের স্বজনরা তাদের খোঁজে প্রায় প্রতিদিনই মিশনে ধর্ণা দিচ্ছেন। কোন বাংলাদেশী যদি তাদের সন্ধান পেয়ে থাকেন-তাহলে অবিলম্বে হজ মিশনে পৌঁছে দেয়ার অনুরোধ জানানো হয়েছে।
×