ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

চাকু নিয়ে উড়োজাহাজে চার যুবক ॥ আটকের পর হাজতে

প্রকাশিত: ০৫:২৬, ২৭ আগস্ট ২০১৮

 চাকু নিয়ে উড়োজাহাজে চার যুবক ॥ আটকের পর হাজতে

স্টাফ রিপোর্টার ॥ কড়া নিরাপত্তাবেষ্টনী ভেদ করে ঢাকা থেকে চাকু নিয়ে উড়োজাহাজে চড়েছে চার যুবক। সেজন্য মাশুলটাও দিতে হয়েছে তাদের। এই অপরাধে আটকের পর জানা গেল তারা মাদক ব্যবসায়ী। সে জন্য এখন তাদের রাখা হয়েছে থানা হাজতে। এ ঘটনা রবিবারের। জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা নভোএয়ারের ওই উড়োজাহাজ তল্লাশি করে রবিবার দুপুর সোয়া ১২টার দিকে তাদের আটক করা হয়। আটককৃতরা হল- সৈয়দপুরের খোদ্দ বোতলাগাড়ীর আব্দুল মোন্নাফের ছেলে মাহমুদ জামান রকি (২৫), দিনাজপুরের হাকিমপুরের নন্দীপুর ডাঙ্গাপাড়ার আব্দুল কাফির ছেলে জাহাঙ্গীর আলম ওরফে আলমগীর (২৬), রংপুর সদরের বাহার কাছনার এলাকার তহিজ উদ্দিনের ছেলে খলিলুর রহমান (৩০) ও দিনাজপুরের পার্বতীপুরের দেবকুন্ডার গ্রামের এনামুল হকের ছেলে মাহবুব রহমান (২৬)। ওসি শাহজাহান বলেন, গোপনে খবর পেয়ে পুলিশ ওই বিমানবন্দরে অবস্থান নেয়। বেলা ১২টা ২০ মিনিটে বিমান অবতরণ করলে তলাশি চালানো হয়। চারজনের ব্যাগ থেকে দুটি ধারালো চাকু, পুলিশের দুটি ব্যাটন, সাতটি মোবাইল ফোন ও মাদক ব্যবসায়ের হিসাবপত্র জব্দ করা হয়। তাদের থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তারা মাদক ব্যবসা, মোটরসাইকেল চুরি ও ছিনতাইয়ের সঙ্গে জড়িত বলে জানিয়েছেন সৈয়দপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল। তিনি বলেন, তাদের নামে নীলফামারীসহ দেশের বিভিন্ন থানায় মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে আরও একটা মামলা দায়ের করা হবে। এদিকে ঢাকা থেকে কিভাবে চাকু নিয়ে তারা উড়োজাহাজে চড়তে সক্ষম হলেন সেটাও খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন সৈয়দপুর বিমানবন্দরের এক কর্মকর্তা।
×