ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

এশিয়ান গেমস হকি

আশরাফুলের নৈপুণ্যে বাংলাদেশের তৃতীয় জয়

প্রকাশিত: ০৫:১৮, ২৭ আগস্ট ২০১৮

  আশরাফুলের নৈপুণ্যে বাংলাদেশের  তৃতীয় জয়

স্পোর্টস রিপোর্টার ॥ এশিয়ান গেমস হকিতে এখন পর্যন্ত বাংলাদেশের সেরা অর্জন ষষ্ঠ হওয়া। এবার ইন্দোনেশিয়ায় চলমান আসরে এই স্থান ধরে রাখা নিশ্চিত হয়েছে লাল-সবুজের দেশের। এখন বাংলাদেশের পঞ্চম হওয়া কিংবা সেমিফাইনালেও খেলার সুযোগ আছে। এমন সম্ভাবনা সৃষ্টি হয়েছে রবিবার পুল ‘বি’র ম্যাচে থাইল্যান্ডকে ৩-১ গোলে হারানোর পর। ডিফেন্ডার আশরাফুল ইসলাম পেনাল্টি কর্নার থেকে দুই গোল করে বাংলাদেশের জয়ের পথ সুগম করেন। মঙ্গলবার স্বর্ণপদক প্রত্যাশী পাকিস্তানের বিরুদ্ধে শেষ গ্রুপ ম্যাচ খেলবে বাংলাদেশ। জাকার্তার গেলোরা বাং কারনো স্পোর্টস কমপ্লেক্সে ম্যাচের তৃতীয় কোয়ার্টারে এগিয়ে যায় বাংলাদেশ। ৩৪ মিনিটের পেনাল্টি কর্নার থেকে লক্ষ্যভেদ করেন আশরাফুল। এই কোয়ার্টারের শেষদিকে পেনাল্টি কর্নার থেকেই ব্যবধান দ্বিগুণ করেন আশরাফুল। চতুর্থ কোয়ার্টারের শুরুতে ব্যবধান কমায় থাইল্যান্ড। তবে ৫৫ মিনিটে মিলন হোসেনের ফিল্ড গোলে জয় নিশ্চিত করে বাংলাদেশ। এই গ্রুপে চার ম্যাচে তিন জয়ে ৯ পয়েন্ট নিয়ে আপাতত গ্রুপের তৃতীয় স্থানে বাংলাদেশ। তিন ম্যাচে পূর্ণ ৯ পয়েন্ট করে নিয়ে গোলগড়ে এক ও দুইয়ে আছে পাকিস্তান ও মালয়েশিয়া। গ্রুপের সেরা দু’টি দল সেমিফাইনালের টিকেট পাবে। কঠিন হলেও এই লড়াইয়ে এখন বাংলাদেশও আছে। পাকিদের হারাতে পারলেই সেটি সম্ভব। আর তা হলে গেমস ইতিহাসে নিজেদের সেরা সাফল্যের অংশীদার হবে বাংলাদেশের হকি। বাস্তবতা বলছে, সেমিতে খেলা খুব কঠিন বাংলাদেশের। সেটা না হলেও এখন পর্যন্ত যে অবস্থা তাতে গ্রুপে তৃতীয় হওয়া প্রায় নিশ্চিত। সেক্ষেত্রে পঞ্চম হওয়ার সুযোগ থাকছে ভালমতোই। ওমানের বিরুদ্ধে মালয়েশিয়ার জয় অনেকটা নিশ্চিত। আর উল্টোটা হলেও ওমানকে অনেক বড় ব্যবধানে জিততে হবে। এতসব সমীকরণ না মিললে গ্রুপে তৃতীয় হতে চলেছে বাংলাদেশ। সেক্ষেত্রে পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচে বাংলাদেশের সম্ভাব্য প্রতিপক্ষ হতে পারে জাপান। থাইল্যান্ডকে হারানোর ম্যাচ অনেক অর্জনও হয়েছে বাংলাদেশের। এই জয়ে আগামী এশিয়ান গেমস, এশিয়া কাপ বা এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির বাছাই খেলতে হবে না আশরাফুল, জিমিদের। জয় পেলেও অবশ্য বাংলাদেশের খেলায় মন ভরেনি কোচ গোবীনাথান কৃষ্ণমূর্তির। আরও বড় জয়ের আশা করেছিলেন তিনি। ম্যাচ শেষে বাংলাদেশ কোচ বলেন, থাইল্যান্ড রক্ষণ কাজে এত ভাল যে, আমরা গোল করার জায়াগা বের করতে পারিনি। মাত্র দুটি পেনাল্টি কর্নার পাওয়ায় আমি অসন্তুষ্ট। আমাদের মানের সঙ্গে সামঞ্জস্য রেখে খেলতে পারিনি। ছেলেরা মাঠে সংগঠিত ছিল না।
×