ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

দুই সতিনের স্বামী নিয়ে টানাটানি

প্রকাশিত: ০৪:৪৭, ২০ আগস্ট ২০১৮

 দুই সতিনের  স্বামী নিয়ে টানাটানি

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ দুই সতিনের স্বামী নিয়ে টানাটানির ঘটনায় সৈয়দপুরে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। সৈয়দপুরে প্রকাশ্যে বড় স্ত্রী তার পক্ষের লোকজন নিয়ে দ্বিতীয় স্ত্রীর ঘর হতে স্বামী উঠিয়ে নিয়ে যায়। রবিবার দুপুরে উপজেলা শহরের হাতিখানায় (কবরস্থান গেট সংলগ্ন) মহল্লায় ওই ঘটনা ঘটে। তবে দ্বিতীয় স্ত্রী তার স্বামীকে ছিনতাই করার অভিযোগে পুলিশ অভিযান চালিয়ে রংপুরের বদরগঞ্জ উপজেলার খোর্দ বেলাইচন্ডীর সুড়িপাড়ার প্রথম স্ত্রীর বাড়ি হতে ওই স্বামীকে উদ্ধার করে। পুলিশ ও এলাকাবাসী জানায়, বদরগঞ্জ উপজেলার খোর্দ বেলাইচন্ডীর সুড়িপাড়ার মৃত গিয়াস উদ্দিনের ছেলে দুই সন্তানের জনক আমজাদ হোসেন। তার প্রথম স্ত্রী কোহিনুর বেগম। মোবাইল ফোনের মাধ্যমে আমজাদ হোসেনের সঙ্গে গোপনে পরকীয়ায় জড়িয়ে পড়ে সৈয়দপুরের বদি মিয়ার স্ত্রী মৌসুমী আক্তার । গত এক মাস আগে মৌসুমী তার স্বামী বদি মিয়ার সঙ্গে বিবাহ বিচ্ছেদ ঘটিয়ে আমজাদকে বিয়ে করে। এরপর মৌসুমী তার দ্বিতীয় স্বামী আমজাদকে নিয়ে সৈয়দপুরের হাতিখানা কবরস্থান গেটের কাছে বাসা ভাড়া নিয়ে বসবাস করে আসছে। অপরদিকে আমজাদের প্রথম স্ত্রী কোহিনুর বেগম স্বামী আমজাদকে খুঁজতে খুঁজতে দীর্ঘ দেড় মাস পর সৈয়দপুরে এসে ওই ভাড়া বাসার সন্ধ্যায় পায়। রবিবার দুপুরে প্রথম স্ত্রী কোহিনুর ও তার লোকজন ফিল্মি স্টাইলে ওই ভাড়া বাসায় হামলা চালিয়ে দ্বিতীয় স্ত্রীর কাছ থেকে স্বামীকে উঠিয়ে নিয়ে যায়। এ ঘটনায় সহযোগিতা করে মৌসুমীর প্রথম স্বামী বদি মিয়া। এ সময় মৌসুমী বাধা দেয়ার চেষ্টা করে ব্যর্থ হয়। এ সময় স্বামী অপহরণের ঘটনা সাজিয়ে চিৎকার করতে থাকে দ্বিতীয় স্ত্রী মৌসুমী। এলাকাবাসীর সহযোগিতায় মৌসুমী সৈয়দপুর থানায় স্বামী অপহরণের অভিযোগ করে।
×