ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ধর্ষণ চেষ্টা ॥ শিক্ষকের বিচার দাবিতে বিক্ষোভ

প্রকাশিত: ০৫:৫৫, ১৯ আগস্ট ২০১৮

ধর্ষণ চেষ্টা ॥ শিক্ষকের বিচার দাবিতে বিক্ষোভ

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ মোহনপুর উপজেলার মসিদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিশু ছাত্রীকে ধর্ষণচেষ্টা মামলার আসামি একই বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিচার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে এলাকাবাসী। শনিবার বেলা সাড়ে ১০টার দিকে উপজেলার জাহানাবাদ ইউনিয়রের মসিদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠসংলগ্ন রাস্তার দুপাশে মানববন্ধনে অংশ নেয় দুই শতাধিক শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী। এ সময় তারা প্রধান শিক্ষকের দ্রুত বিচার দাবি করে বিক্ষোভ করে। মানববন্ধন থেকে প্রধান শিক্ষকের বিরুদ্ধে আগেও স্কুলের একাধিক ছাত্রীর সঙ্গে অনৈতিক কর্মকান্ডের অভিযোগ করেন তারা। অভিভাবক এনামুল হক, আব্দুল মান্নান, আজাদ সরদার, সাজ্জাদ হোসেন বলেন, শিক্ষকরা মানুষ গড়ার কারিগর। তবে এ স্কুলের প্রধান শিক্ষকের কাছে শিক্ষার্থীরা নিরাপদ নয়। আসামি প্রভাবশালী হওয়ার থানা পুলিশ তাকে গ্রেফতার করছেন না বলেও অভিযোগ করেন তারা। প্রসঙ্গত, ১৩ আগস্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক একই স্কুলের এক ছাত্রীকে ধর্ষণ চেষ্টা করে। এ ঘটনায় ওই ছাত্রীর মা বাদী হয়ে মোহনপুর থানায় মামলা দায়ের করেন।
×