ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বেপরোয়া অজ্ঞান পার্টি মলম পার্টি- পশুর হাট টার্গেট

প্রকাশিত: ০৫:৩৬, ১৯ আগস্ট ২০১৮

  বেপরোয়া অজ্ঞান পার্টি মলম  পার্টি- পশুর হাট  টার্গেট

শংকর কুমার দে ॥ সাবধান! পবিত্র ঈদ-উল-আজহা সামনে রেখে অজ্ঞান পার্টি ও মলম পার্টির খপ্পরে পড়লে টাকাপয়সা, সোনাদানা, মালামাল সর্বস্ব তো খোয়া যাবেই, এমনকি প্রাণটাও যেতে পারে। পবিত্র ঈদ-উল-আজহা সামনে রেখে অজ্ঞান ও মলম পার্টি বেপরোয়া। পশুর হাটকে টার্গেট করেছে এই অপরাধী চক্র। এই চক্রের টার্গেটে পরিণত হচ্ছে গরুর ব্যবসায়ী, ক্রেতা-বিক্রেতা, ব্যবসায়ীসহ নানা পেশার মানুষজন। রাজধানীর ৪৯ থানা এলাকায় প্রায় ১শ’ স্পটে ৩০টি চক্রের ৪ শতাধিক সদস্য তৎপর ও সক্রিয়। রাজধানীতে শুরু হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর অজ্ঞান ও মলম পার্টি বিরোধী বিশেষ অভিযান। গত চব্বিশ ঘণ্টায় কেবল রাজধানী ঢাকাতেই গ্রেফতার হয়েছে অজ্ঞান ও মলম পার্টির অর্ধশতাধিক সদস্য। অজ্ঞান ও মলম পার্টির সদস্যদের দৌরাত্ম্য থেকে সতর্ক ও সাবধান করে দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। ডিএমপি সূত্রে এ খবর জানা গেছে। ডিএমপি সূত্র জানায়, পবিত্র ঈদ-উল-আজহা সামনে রেখে রাজধানীর ৪৯ থানা ও আশপাশের এলাকায় ব্যাপক তৎপর অজ্ঞান ও মলম পার্টির সদস্যরা। এই ধরনের অপরাধীর হাত থেকে মানুষজনকে রক্ষার জন্য অভিযান শুরু করেছে ঢাকা মহানগর পুলিশের একাধিক টিম। গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান পরিচালনা করে অজ্ঞান ও মলম পার্টির ৫৭ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। গত ১৭ আগস্টে গোয়েন্দা পশ্চিম বিভাগের কয়েকটি টিম শ্যামপুর ও জুরাইনে অভিযান চালিয়ে ৭ এবং সিরিয়াস ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের কয়েকটি টিম রাজধানীর গুলিস্তান, নিউমার্কেট, শাহবাগে অভিযান চালিয়ে ৩১, গোয়েন্দা পূর্ব বিভাগের একটি টিম সায়েদাবাদে অভিযান চালিয়ে ৭ ও গোয়েন্দা দক্ষিণ বিভাগের একটি টিম নিউমার্কেট হতে ১২ অজ্ঞান পার্টির সদস্যকে গ্রেফতার করে। গ্রেফতারের সময় অজ্ঞান পার্টির সদস্যদের নিকট হতে সর্বমোট ৫৫৩ টি চেতনা নাশক ট্যাবলেট, ৭ কৌটা মলম ও ৭ বোতল বিষ মিশ্রিত পানীয় উদ্ধার করা হয়।
×