ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

৯৬ বছর বয়সে পরীক্ষার হলে

প্রকাশিত: ০৫:২১, ১৯ আগস্ট ২০১৮

 ৯৬ বছর বয়সে পরীক্ষার হলে

কথায় বলে শেখার কোন বয়স নেই। তবে এবার কথায় নয় কাজে করে দেখালেন ভারতের আলাপ্পুজাহার কাত্যায়নী নামের এক বৃদ্ধা। ৯৬ বছর বয়সে কেরলের সর্বশিক্ষা মিশনে চতুর্থ শ্রেণীতে ওঠার পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হলেন তিনি। আকসারলাক্সম প্রকল্পের আওতায় এই সর্বশিক্ষা মিশনে কাত্যায়নী আম্মাই সবচেয়ে প্রবীণ পড়ুয়া। পড়ার পরীক্ষায় একেবারে ফুল মার্কস পেয়ে রীতিমতো নজির গড়েছেন তিনি। আলাপ্পুজাহার এই বৃদ্ধা ৯৬ বছর বয়সে প্রথমবার পরীক্ষায় বসেন। রবিবার চেপদের কানিছেনেলিউর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষা দিতে ঢোকার সময় তাকে বেশ ‘কনফিডেন্ট’ দেখাচ্ছিল। ৪৫ জন প্রবীণ পরীক্ষার্থীর মধ্যে কাত্যায়নী ছিলেন প্রবীণতম। তিনি আরও জানিয়েছেন মোট ১০০ নম্বরের পরীক্ষায় ৩০ নম্বর ছিল পড়ার জন্য, ৪০ মালয়ালম ভাষায় লেখার জন্য ও ৩০ নম্বর গণিতের জন্য। লিখিত পরীক্ষার ফলাফল এখনও প্রকাশিত না হলেও কাত্যায়নী আশা করছেন এবারও তিনি সফল হবেন। ওয়েবসাইট অবলম্বনে।
×