ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ঈদের আনন্দে মেতেছে দেশ

প্রকাশিত: ০৪:৪৮, ১৮ আগস্ট ২০১৮

 ঈদের আনন্দে মেতেছে দেশ

স্টাফ রিপোর্টার ॥ ঈদ-উল-আজহা উপলক্ষে উৎসবে আনন্দে মেতে উঠেছে সারাদেশের জনগণ। হাটে হাটে চলছে কোরবানির গবাদি পশু বিক্রির জমজমাট হাট। পাশাপাশি ঈদের নামাজের প্রস্তুতি চলছে ঈদগাহে ঈদগাহে। প্রিয়জনের সান্নিধ্যে উৎসব পালনের জন্য ভোগান্তি মাথায় নিয়েই রাজধানী থেকে ঘরে ফিরতে শুরু করেছে। কামার পাড়ায় পশু জবাইয়ের উপকরণ তৈরির ধুম পড়েছে। পবিত্র ঈদ-উল-আজহা সামনে রেখে মসলা, সেমাইয়ের এবং আতর টুপির দোকানগুলোতে সরগরম। আগামী ২২ আগস্ট বুধবার পালিত হবে মুসলমানদের পবিত্র ধর্মীয় উৎসব ঈদ-উল-আজহা। ঈদ-উল-আজহা বা কোরবানির ঈদ বিশ্বের মুসলিম সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসবের একটি। এর অর্থ হলো ত্যাগের উৎসব। ঈদ-উল-আজহার মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে ত্যাগ করা। এ দিনটিতে মুসলমানরা তাদের সাধ্যমতো ধর্মীয় নিয়মানুযায়ী উট, গরু, দুম্বা কিম্বা ছাগল কোরবানি দিয়ে থাকে। হিজরি বর্ষপঞ্জি হিসেবে জিলহজ মাসের ১০ তারিখ থেকে শুরু করে ১২ তারিখ পর্যন্ত তিনদিন ধরে ঈদ-উল-আজহা চলে। হিজরি চন্দ্র বছরের গণনা অনুযায়ী ঈদ-উল-ফিতর এবং ঈদ-উল-আজহার মাঝে ২ মাস ১০ দিনের ব্যবধান থাকে। বছর ঘুরে মুসলমানদের ঘরে আবার ফিরে এসেছে ঈদ-উল-আজহা। ফলে মানুষের সামনের কয়েকদিনের ব্যস্ততা এই ঈদকে নিয়েই।
×