ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বাজপেয়ীর শেষকৃত্যে হাজারো জনতার শ্রদ্ধা

প্রকাশিত: ০৪:৩০, ১৮ আগস্ট ২০১৮

 বাজপেয়ীর শেষকৃত্যে হাজারো জনতার শ্রদ্ধা

জনকণ্ঠ ডেস্ক ॥ ভারতের সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর শেষকৃত্য সম্পন্ন হয়েছে। শুক্রবার দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, বিজেপি প্রধান অমিত শাহ, লালকৃষ্ণ আদভানিসহ হাজার হাজার শোকার্ত মানুষ বাজপেয়ীর মরদেহে শেষ শ্রদ্ধা জানায়। তাকে শ্রদ্ধা জানাতে ছুটে যান বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীসহ অন্যান্য দেশের নেতারা। শুক্রবার বিকেল পাঁচটায় তার মরদেহ রাজধানী দিল্লীর শ্মশান ঘাটে নিয়ে যাওয়া হয়। এরপর বাজপেয়ীর মেয়ে নমিতা ভট্টাচার্য মুখাগ্নি করেন। এ সময় রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীসহ দেশটির প্রথম সারির নেতারা উপস্থিত ছিলেন। -খবর এনডিটিভি ও টাইমস অব ইন্ডিয়া অনলাইনের। বৃহস্পতিবার মারা যান ভারতের তিনবারের প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী। এরপর তার মরদেহ হাসপাতাল থেকে দিল্লীর বাসভবনে নিয়ে যাওয়া হয়। পরদিন সকালে তার মরদেহে প্রথম দফা শ্রদ্ধা জ্ঞাপন করে হাজার হাজার জনতা। এরপর মরদেহ নিয়ে যাওয়া হয় দিল্লীতে বিজেপির সদর দফতরে। সেখানে বেলা দুইটা পর্যন্ত রাখা হয় ভারতের সাবেক প্রধানমন্ত্রীর মরদেহ। এরপর মরদেহ দিল্লীর শ্মশানঘাটের দিকে যাত্রা করে। শ্মশানঘাটে পৌঁছানোর পর বিকেল পাঁচটায় শেষকৃত্যানুষ্ঠান শুরু হয়। বাজপেয়ীর মৃত্যুতে শুক্রবার ভারতজুড়ে অর্ধদিবস ছুটি ও ৭ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করে বিজেপি সরকার। বাতিল করা হয়েছে সমস্ত সরকারী অনুষ্ঠান। শুক্রবার ভারতের সকল সরকারী দফতরে অর্ধনমিত ছিল জাতীয় পতাকা। ভারতীয়দের শোকে সামিল হয়ে এদিন ভারতে মার্কিন দূতাবাসে অর্ধনমিত থাকে যুক্তরাষ্ট্রের জাতীয় পতাকা। শুক্রবার দিল্লীর যে সকল সড়ক দিয়ে বাজপেয়ীর মরদেহ নিয়ে যাওয়া হয় সে সব জায়গায় কড়া পুলিশী নিরাপত্তার ব্যবস্থা করা হয়। তার শেষকৃত্য সম্পন্ন হয় যমুনা নদীর তীরের রাষ্ট্রীয় স্মৃতি সমাধি স্থলে। একই জায়গায় দেশটির সাবেক প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু, লাল বাহাদুর শাস্ত্রীর শেষকৃত্য হয়েছিল।
×