ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পরাশক্তি রিয়াল মাদ্রিদের পতন শুরু

প্রকাশিত: ০৭:০৬, ১৭ আগস্ট ২০১৮

পরাশক্তি রিয়াল মাদ্রিদের পতন শুরু

স্পোর্টস রিপোর্টার ॥ নিজ থেকেই কি নতুন মৌসুম রিয়াল মাদ্রিদ শিরোপাহীন থাকতে চাচ্ছে? স্প্যানিশ পরাশক্তিদের কৌশল ও পরিবর্তনে আপাতত তেমনই মনে হচ্ছে। টানা তিন বছর উয়েফা চ্যাম্পিয়ন্স লীগের শিরোপা জয়ের পরই কোচ জিনেদিন জিদান চলে গেছেন। এরপর দল ছেড়েছেন সেরা তারকা ক্রিস্টিয়ানো রোনাল্ডোও। এরপর গ্যালাক্টিকোদের খুব একটা স্বাচ্ছন্দ্য মনে হচ্ছে না। মৌসুমের শুরুতেই হযবরল দেখাচ্ছে দলটিকে। এ প্রমাণ মিলেছে উয়েফা সুপার কাপের শিরোপা নির্ধারণী ম্যাচে। বুধবার রাতে নগর প্রতিদ্বন্দ্বী এ্যাটলেটিকো মাদ্রিদের মুখোমুখি হয়েছিল রিয়াল মাদ্রিদ। এস্তোনিয়ার শহর তাল্লিনের এলে কক এ্যারানায় অনুষ্ঠিত ম্যাচে রিয়ালকে ৪-২ গোলে হারিয়ে শিরোপা জিতেছে এ্যাটলেটিকো। নির্ধারিত ৯০ মিনিটের খেলা ২-২ গোলে ড্র থাকার পর ম্যাচ গড়ায় অতিরিক্তি ৩০ মিনিটে। সেখানে আরও দুই গোল করে ট্রফি শোকেসে ভরেছে দিয়াগো গডিনের দল। এই হারের পর অনেকেই মনে করছেন, পরাশক্তি রিয়াল মাদ্রিদের পতন শুরু হয়েছে। বিশ্লেষকদের মতে চলতি মৌসুম রিয়াল খুব একটা সিরিয়াস থাকবে না! এভাবে শিরোপা আসলে ভাল আর না পেলে আগামী মৌসুম থেকে নতুন পরিকল্পনা নিয়ে এগোবে তারা!! রিয়ালের সামনে সুযোগ ছিল টানা তিন সুপার কাপ জয়ের ইতিহাস গড়ার। কিন্তু সি আর সেভেনকে ছাড়া সেটা হয়নি। ২০১০ ও ২০১২ সালে সুপার কাপ জয়ী এ্যাটলেটিকো তিনবার সুপার কাপে খেলে প্রতিবারই বিজয়ী হওয়ার রেকর্ড গড়েছে। অল-স্প্যানিশ ফাইনালে উয়েফা সুপার কাপের ইতিহাসে দ্রুততম গোলে শুরু হয় এ্যাটলেটিকোর। ম্যাচের শুরুর মিনিটেই গোল করেন দিয়াগো কোস্টা। অধিনায়ক দিয়াগো গডিনের বাড়ানো বল মাঝমাঠে নিয়ন্ত্রণ নিয়ে জাল খুঁজে নেন ব্রাজিলিয়ান বংশোদ্ভূত স্প্যানিশ এই ফরোয়ার্ড। তাতেই কাপের ইতিহাসে দ্রুততম গোলের রেকর্ড গড়েন কোস্টা। প্রতিযোগিতার ইতিহাসে আগের দ্রুততম গোলের রেকর্ডটি ছিল এভার বানেগার দখলে। ২০১৫ সালে বার্সিলোনার কাছে ৫-৪ ব্যবধানে হারের ম্যাচে তৃতীয় মিনিটে তখনকার রেকর্ডটি গড়েছিলেন সেভিয়ার আর্জেন্টাইন এই মিডফিল্ডার। ম্যাচের ২৭ মিনিটে সমতায় ফেরে রিয়াল। গ্যারেথ বেলের ক্রসে মাথা ছুঁয়ে জালে বল পাঠান ফরাসী ফরোয়ার্ড করিম বেনজেমা। বিরতির পর ৬৩ মিনিটে সার্জিও রামোসের স্পটকিকে এগিয়ে যায় রিয়াল। কর্নার থেকে আসা বলে এ্যাটলেটিকো ডিফেন্ডার জুয়ানফ্রানের হাত লাগলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। টানটান উত্তেজনা আর আক্রমণ-পাল্টা আক্রমণের সময়ে ৭৯ মিনিটে সমতায় ফেরে এ্যাটলেটিকো। এবারও গোলদাতা কোস্টা। তাতেই খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। এই সময়ে দুই গোল করে জয় নিশ্চিত করে এ্যাটলেটিকো। ৯৮ মিনিটে গোল করেন এ্যাটলেটিকোর স্প্যানিশ মিডফিল্ডার সাউল নিগুয়েজ। আর ১০৪ মিনিটে আরেক স্প্যানিশ কোকে শেষ পেরেকটি ঠুকে দেন রিয়ালের কফিনে। সুপার কাপে হারের পর রিয়াল মাদ্রিদ নিজেদের পরিকল্পনায় পরিবর্তন আনবে না বলে জানিয়েছেন দলটির নতুন কোচ জুলেন লোপেতেগি। তিনি বলেন, এই ফাইনালের জন্য ক্লাবের ক্রীড়া নীতির কোন পরিবর্তন আসেনি। এখন লা লিগা শুরু হচ্ছে যা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা শিরোপা। আমাদের ভালভাবে শুরু করতেই হবে। রিয়াল বস বলেন, সুবিধা নেয়া যেতে পারে এমন ভুল থেকেই ফাইনালে পার্থক্য তৈরি হয়। আর এ্যাটলেটিকো এগুলো কাজে লাগাতে দক্ষ। আমাদের তাদের অভিনন্দন জানাতেই হবে, কারণ তারা যোগ্য দল হিসেবে জিতেছে। লোপেতেগি যাই বলুন না কেন, ১৯৪৮ সালের পর এত বড় ব্যবধানের হার দিয়ে রিয়ালে মাদ্রিদে কোচিং শুরু করলেন কোন কোচ। শেষ এমন অভিজ্ঞতা ছিল মাইকেল কিপিংয়ের। মৃত্যু, কর আর ইউরোপিয়ান মঞ্চে এ্যাটলেটিকোর বিপক্ষে জয়; এতদিন পর্যন্ত রিয়াল সমর্থকদের জন্য এই তিনটি শব্দই ছিল অমোঘ সত্যের মতো। কিন্তু এক হারই তাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে অন্তত বড় রকমের এক পালাবদল শুরু হচ্ছে সান্টিয়াগো বার্নাব্যুতে। রোনাল্ডো-জিদানবিহীন মৌসুমের শুরুই এখন বুকে কাঁপন ধরানোর জন্য যথেষ্ট ক্লাবটির সমর্থকদের জন্য।
×