ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

ওয়ান ইলেভেন ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি ॥ কাদের

প্রকাশিত: ০৬:০০, ১৭ আগস্ট ২০১৮

ওয়ান ইলেভেন ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি ॥ কাদের

বিশেষ প্রতিনিধি ॥ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দেশে এখন ওয়ান-ইলেভেনের ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি। ওয়ান-ইলেভেনে যারা দেশকে ডিপলিটিসাইজ (বিরাজনীতিকরণ) করতে চেয়েছিল, তাদের সহযোগী ছিল মিডিয়ার একটি অংশ। ১১ বছর আগের মতো তারা (মিডিয়ার ওই অংশ) একটি দলের উস্কানিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারকে হটানোর চক্রান্তে নেমেছে, অপপ্রচার চালাচ্ছে। বৃহস্পতিবার দুপুরে ইডেন মহিলা কলেজ মিলনায়তনে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ইডেন মহিলা কলেজ শাখা ছাত্রলীগ এ আলোচনা সভার আয়োজন করে। ওবায়দুল কাদের বলেন, ষড়যন্ত্রকারীরাই শিক্ষার্থীদের আন্দোলনে আক্রান্তদের আক্রমণকারী হিসেবে উপস্থাপন করেছে। এমনকি আমাদের দলের যার চোখ নষ্ট হয়ে গেছে তাকে শিক্ষার্থী হিসেবে উপস্থাপন করে সংবাদ প্রচার করেছে। বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার ১৫ আগস্ট জš§দিন পালনের বিষয়টি তুলে ধরে বলেন, ভুয়া জন্মদিন পালন করা একটা পাপ, একটা অপরাধ। বাংলাদেশে এই ধরনের নোংরা দৃষ্টান্ত যারা স্থাপন করেছে তারাই আজ অগণতান্ত্রিকভাবে সরকার হটানোর ষড়যন্ত্রে লিপ্ত আছে। বিএনপি নেত্রীর সমালোচনা করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেনÑ স্কুলে, বিবাহে, পাসপোর্টসহ খালেদা জিয়ার মোট পাঁচটি জন্ম দিবস। এখন তারা জন্মদিন পালন করছে ফরমেট চেঞ্জ করে। তাদের আমরা ঘৃণা করি, ধিক্কার জানাই। বঙ্গবন্ধুর খুনী রাশেদ চৌধুরীকে যুক্তরাষ্ট্র থেকে ফিরিয়ে এনে শাস্তি কার্যকর করা হবে জানিয়ে তিনি বলেন, যুক্তরাষ্ট্রে যেই খুনী (আবদুর রশিদ) অবস্থান করছে, তাকে সরানোর জন্য ট্রাম্প প্রশাসন সবুজ সংকেত দিয়েছে। আর কানাডায় (নুর চৌধুরী) মৃত্যুদ- না থাকায় আইনী জটিলতার কারণে এই মুহূর্তে আনা যাচ্ছে না। বঙ্গবন্ধু হত্যাকা-কে ইতিহাসের বর্বরতম রাজনৈতিক হত্যাকা- হিসেবে আখ্যায়িত করে ওবায়দুল কাদের বলেন, যে হত্যাকা-ে বেগম মুজিব, শিশু রাসেল থেকে শুরু করে অন্তঃসত্ত্বা নারী- কেউ রেহায় পায়নি। ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপির সঙ্গে আলোচনা হওয়ার অবস্থা নেই, বিএনপির রাজনীতি মিথ্যাচার ও গুজব ছড়ানো। আমি একদিন ইডেন কলেজের প্রিন্সিপালকে ফোন দিয়েছিলাম। তিনি আমার কাছে কিছু অপকর্মের কথা জানান। আমি তাকে এই অপকর্ম রুখতে বললে তিনি বললেন, তিনি ভয় পান, সাহস পাচ্ছেন না। প্রিন্সিপাল আপনি যদি সাহস না পান, তাহলে এই ইডেন কলেজ কিভাবে চালাবেন? অপকর্মের বিরুদ্ধে দাঁড়াতে সাহস থাকতে হবে। রাজনীতির নামে অপরাজনীতি মেনে নেয়া হবে না।’ ছাত্রলীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে করে সেতুমন্ত্রী বলেন, ‘এখানে বসে হাততালি না দিলে বঙ্গবন্ধু খুশি হবেন, তাঁর আত্মা শান্তি পাবে, যখন আমরা অপকর্ম করা থেকে বিরত থাকব। সবাই বিবেককে জিজ্ঞাসা করুন, বঙ্গবন্ধুকে সবাই কতটা সম্মান করি। তাঁর আদর্শ আমাদের জীবনে কতটুকু প্রভাব ফেলেছে? সেটাই আজ আমাদের আত্ম জিজ্ঞাসা করার সময় এসেছে।’ তিনি আরও বলেন, ‘মেয়েদের দলে নেয়ার নামে রুমে আটকে ব্যক্তিগত কাজ করানো হয়। এসব কিছুই আমি জানি। আমাকে ডেকে এনে বিপদে পড়েছে। আমি এগুলো বলবই। আমার এখানে কোন গ্রুপ নেই। ছাত্রলীগ আমার দৃষ্টিতে সবার মতো একই। আমার সৎ সাহস আছে কথা বলার।’ তিনি বলেন, অনেক চেষ্টার পরও সড়কের নিরাপত্তা নিশ্চিত করতে পারেননি। আজ যদি সবার বোধোদয় হয় আমার বিশ্বাস উন্নতি হবে। ইডেন কলেজ শাখা ছাত্রলীগের আহ্বায়ক তাসলিমা আক্তারের সভাপতিত্বে আলোচনা সভায় আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক সামসুন্নাহার চাঁপা, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য মারুফা আত্তার পপি, মেরিনা জাহান, পারভীন জামান কল্পনা, ছাত্রলীগ সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন বক্তব্য রাখেন।
×