ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

‘বঙ্গবন্ধু হাউস’ হস্তান্তর

প্রকাশিত: ০৬:২৮, ১৬ আগস্ট ২০১৮

‘বঙ্গবন্ধু হাউস’ হস্তান্তর

নিজস্ব সংবাদদাতা, টঙ্গী, ১৫ আগস্ট ॥ জাতীয় শোক দিবসের দিনে গাজীপুর সিটির ৩৮নং ওয়ার্ডের খাইলকুর এলাকায় একটি টিনশেড বিল্ডিং নির্মাণ করে তা ‘বঙ্গবন্ধু হাউস’ নামে একটি দুস্থ পরিবারের মাঝে হস্তান্তর করেছেন মহানগর যুবলীগের যুগ্ম-আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম। খাইলকুর এলাকায় ২ রুম বিশিষ্ট এই বাড়িটি বুধবার দুপুরে আনুষ্ঠানিকভাবে বুঝে নেন শাহ আলম নামে স্থানীয় এক দুস্থ পরিবার। স্ত্রী, দুই পুত্র ও এক কন্যার সংসারের এই পরিবারটি নতুন বাড়িটি পেয়ে বঙ্গবন্ধুর কন্যাসহ তার পরিবারের জন্য দু’রাকাত নামাজ পড়ে দোয়া করেছেন। আবেগ আপ্লুত পরিবারটি শত শত মানুষের সামনে বাড়িটি পেয়ে আনন্দে দিশেহারা হয়ে পড়েন। বঙ্গবন্ধু গ্যালারি উদ্বোধন স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ মুন্সীগঞ্জে নতুন প্রজন্মের মাঝে বঙ্গবন্ধুর ভাবনা ছড়িয়ে দিতে ডিসি অফিসের করিডরে বঙ্গবন্ধু গ্যালারি উদ্বোধন করা হয়েছে। নান্দনিক এ গ্যালারিতে বঙ্গবন্ধুর দুর্লভ এবং জনপ্রিয় ১৬টি ছবি স্থান পেয়েছে। ভবনের দক্ষিণের প্রধান ফটক দিয়ে জেলা প্রশাসকের কাছে যেতেই এ গ্যালারি চোখে পড়বে। জেলা প্রশাসকের কার্যালয়ের গুরুত্বপূর্ণ স্থানে বাংলাদেশে এটিই প্রথম। বুধবার জাতীয় শোক দিবসের বিকালে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক সায়লা ফারজানা। আরও অংশ নেন পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম পিপিএমসহ প্রশাসনের উর্ধতন কর্মকর্তা এবং নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ। ছবিগুলো যাতে সবসময় চোখে থাকে, বঙ্গবন্ধুকে স্মরণ করে এবং তার আদর্শে আগামীর বাংলাদেশ বিনির্মাণ হয়, সেলক্ষ্যে এই উদ্যোগÑজানান এর উদ্যোক্তা জেলা প্রশাসক।
×