ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

আদালতে নির্দোষ বেন স্টোকস

প্রকাশিত: ০৭:০৪, ১৫ আগস্ট ২০১৮

আদালতে নির্দোষ বেন স্টোকস

স্পোর্টস রিপোর্টার ॥ মারপিটের অভিযোগে আদালত থেকে নিষ্কৃতি পেলেন ইংল্যান্ড জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার বেন স্টোকস। মঙ্গলবার ব্রিস্টল ক্রাউন আদালত এই তারকা অলরাউন্ডারকে নির্দোষ বলে রায় দিয়েছে। গত বছর সেপ্টেম্বর এক রাতে ব্রিস্টলে হাতাহাতির ঘটনাকে কেন্দ্র করে স্টোকসকে গ্রেফতার করা হয়। ৬ আগস্ট থেকে বিচার কার্যক্রম শুরু হয় ব্রিস্টলের আদালতে। এই বিচারিক কার্যক্রমে তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেন স্টোকস। ঘুষি মারার কথা স্বীকার করলেও দাবি করেন, আত্মরক্ষার জন্যই তা করতে বাধ্য হয়েছিলেন তিনি। অবশ্য এই রায়ের আগেই তাকে বাইরে রেখ ভারতের বিপক্ষে তৃতীয় টেস্টের জন্য দল ঘোষণা করে ইংল্যান্ড এ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। পুরুষ ও নারী মিলে ছয় জনের বিচারিক আদালতের রায় জানানোর মুহূর্তে কাঠগড়ায় দাঁড়ানো স্টোকস চোখ বন্ধ করে ছিলেন।
×