ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

অস্ত্রোপচার ইস্যু

সিদ্ধান্ত সাকিবের ওপরই

প্রকাশিত: ০৬:৫৭, ১৫ আগস্ট ২০১৮

সিদ্ধান্ত সাকিবের ওপরই

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান চান এশিয়া কাপের আগেই অস্ত্রোপচার করতে। আর বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন মনে করছেন, এশিয়া কাপে সাকিবকে দলের প্রয়োজন। এই দুইয়ের মাঝে কী করবেন সাকিব? এ প্রশ্ন ওঠে। মঙ্গলবার বিসিবি সভাপতি সাকিবের ওপরই সব সিদ্ধান্ত ছেড়ে দিলেন। বলে দিয়েছেন, অস্ত্রোপচারের সিদ্ধান্ত সাকিবই নেবেন। সেটি এশিয়া কাপের আগে কিংবা পরে, যেই সময়ই সাকিব অস্ত্রোপচার করাতে চান; সেই সময়ই অস্ত্রোপচার হবে। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানান, ‘হজে যাওয়ার আগে সে (সাকিব) আমাকে ফোন করে জানতে চেয়েছিল আমি কী করব? আমি বলেছি তোমার যদি হাতে ব্যথা থাকে এবং তুমি যদি মনে করো এটা নিয়ে খেলা সম্ভব না, তুমি এখন অপারেশন করে ফেল। কোন অসুবিধা নেই। কিন্তু যদি মনে করো খেলা সম্ভব তাহলে এশিয়া কাপ শেষে করলে দলের জন্য ভাল হয়। সিদ্ধান্ত তোমার।’ সঙ্গে বিসিবি সভাপতি আরও যোগ করেন, ‘যদি অবস্থা এমন হয় এশিয়া কাপের পরে করা যায়, তাহলে অবশ্যই আমরা মনে করি জিম্বাবুইয়ে সিরিজ কিংবা ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সময় করলে দলের জন্য ভাল হয়। এখন সমস্তটাই নির্ভর করছে ফিজিও, ডাক্তার ও তার (সাকিবের) ওপর।’ সাকিব হজ করতে সৌদিআরব আছেন। হজ করতে যাওয়ার আগে বিসিবি সভাপতির সঙ্গে কথা বলেছেন সাকিব। হজ করে এসেই হয়ত সিদ্ধান্ত নেবেন। সেটি ১৫ থেকে ২৮ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠেয় এশিয়া কাপের কথা বিবেচনা করে অস্ত্রোপচার পরে করানোর সিদ্ধান্ত নিতে পারেন। আবার চোটাক্রান্ত আঙ্গুলের চোট যদি একেবারেই না সারে, একেবারেই এ মুহূর্তে খেলতে না পারেন সাকিব, তাহলে এশিয়া কাপের আগেও অস্ত্রোপচার করাতে পারেন। তা সময়ই বলে দেবে। তবে সিদ্ধান্ত সাকিবকেই নিতে হবে। ওয়েস্ট ইন্ডিজ সফরে আঙ্গুলের ব্যথা তীব্র হয়ে উঠেছিল। শেষ পর্যন্ত ইনজেকশন নিয়ে খেলতে হয়েছে সাকিবকে। ঠিকমতো ব্যাটিংও এখন করতে পারেন না। এমন অবস্থায় এশিয়া কাপের মতো কঠিন পরিস্থিতিতে কিভাবে এই ব্যথা নিয়ে খেলবেন সাকিব? এ প্রশ্নও ঘুরপাক খাচ্ছে। যদি শেষ পর্যন্ত খেলতে পারেন, তাহলে তো দলেরই উপকার হবে। কিন্তু সাকিব নিজে যেখানে ওয়েস্ট ইন্ডিজ সফর শেষে দেশে ফিরে বলেছেন, ‘খুব সম্ভবত এশিয়া কাপের আগেই হবে (অস্ত্রোপচার)। ফিজিও ভাল বলতে পারবে। এটা তো সবাই আমরা জানি এখন যে সার্জারি করতে হবে। ওটা নিয়ে আলোচনা হচ্ছে কোথায় করলে ভাল হয়, কবে করলে ভাল হয়। তবে আমি মনে করি যত তাড়াতাড়ি সম্ভব করে ফেলা ভাল। চাই না যে ফুল ফিট না থেকে খেলতে। কাজেই সেভাবে যদি চিন্তা করি এশিয়া কাপের আগে হবে এটাই নরমাল।’ সাকিবের এমন বক্তব্যের পর বিসিবি সভাপতি সাকিবকে এশিয়া কাপে যে চান, তা বলেছিলেন। জানিয়েছিলেন, ‘এশিয়া কাপের আগেও হতে পারে (অস্ত্রোপচার)। পরেও হতে পারে। জিম্বাবুইয়ে সিরিজের সময় হতে পারে। কোচের সঙ্গে যে কথা হয়েছে, ও বলেছে এশিয়া কাপের কথাই। আমি বলেছি, এশিয়া কাপের চেয়ে ভাল হয় আমরা জিম্বাবুইয়ে সিরিজের সময় করি। নতুন কিছু ক্রিকেটারও দেখতে পারব আমরা। ওটাতে আমার মনে হয় ভাল হবে। এশিয়া কাপ এমনিতেই এবার কঠিন হবে। তার ওপর সাকিবের মতো একজন ক্রিকেটার না খেললে দলের মানসিক অবস্থা আরও দুর্বল হয়ে যেতে পারে। আমার মনে হয়, অন্য সময় করাটাই ভাল হবে।’ দেশের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থার প্রধান যখন একটা কথা বলেন, তখন তা রাখতে হয়। এটাই স্বাভাবিক। কিন্তু এখন বিসিবি সভাপতি সাকিবের ওপর সিদ্ধান্ত ছেড়ে দিয়েছেন। সাকিব এখন কী করেন, সেই দিকেই সবার নজর থাকছে।
×