ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

নেইমারের গোল, পিএসজির শুভসূচনা

প্রকাশিত: ০৬:৩৭, ১৪ আগস্ট ২০১৮

 নেইমারের গোল, পিএসজির শুভসূচনা

স্পোর্টস রিপোর্টার ॥ ফরাসী লীগ ওয়ানের নতুন মৌসুমে (২০১৮-১৯) শুভসূচনা করেছে বর্তমান চ্যাম্পিয়ন প্যারিস সেইন্ট-জার্মেইন (পিএসজি)। রবিবার রাতে নিজেদের প্রথম ম্যাচে কায়েনকে ৩-০ গোলে হারিয়েছে নতুন কোচ থমাস টাচেলের দল। এই ম্যাচে পিএসজির হয়ে প্রথম গোল করেছেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার। নেইমার ছাড়া অপর গোল দু’টি করেন আদ্রিয়ান রাবিওট ও টিমোথি উইয়াহ। গত মৌসুমে পায়ের ইনজুরিতে পড়ার আগে নেইমার ২০টি লীগ ম্যাচে করেছিলেন ১৯ গোল। দীর্ঘ ছয় মাস পরে পিএসজির হয়ে লীগ ওয়ানের ম্যাচে মাঠে নেমে ম্যাচ শুরুর ১০ মিনিটের মধ্যেই গোল করে দলকে এগিয়ে দেন নেইমার। বিরতির আগে রাবিওট ব্যবধান দ্বিগুণ করেন। ম্যাচের শেষ মুহূর্তে ১৯৯৫ সালের ব্যালন ডি’অর জয়ী ও লাইবেরিয়ার রাষ্ট্রপতি জর্জ উইয়াহর ছেলে টিমোথি উইয়াহ গোল করলে পিএসজির জয় নিশ্চিত হয়। এটি ছিল টিমোথির লীগে প্রথম গোল। এই ম্যাচে মূল একাদশে পিএসজির গোলরক্ষক ছিলেন জিয়ানলুইজি বুফন। ম্যাচে তিনি দারুণ কিছু সেভ করেন। এছাড়া ঘরের মাঠ পার্ক দ্য প্রিন্সেসে এটি ছিল নতুন কোচ থমাস টাচেলের অধীনে পিএসজি’র প্রথম ম্যাচ। দুই বছরের চুক্তিতে উনাই এমেরির স্থলাভিষিক্ত হয়েছেন জার্মান কোচ টাচেল। এই ম্যাচে তিনি পাননি বিশ্বকাপ জয়ী তিন তারকা কিলিয়ান এমবাপে, প্রিসনেল কিমপেমবে ও আলফোনসে আরেয়োলাকে। এছাড়া অনুপস্থিত ছিলেন এডিনসন কাভানি ও মার্কো ভারেত্তি। যে কারণে টাচেল বাধ্য হন রক্ষণভাগে তরুণ কলিন ডাগবা ও স্ট্যানলি এন’সোকি ও মধ্যমাঠে ১৯ বছর বয়সী এ্যান্টোনি বারনেডকে মূল একাদশে খেলাতে। তবে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে মূল একাদশে ঠিকই মাঠে নেমেছিলেন নেইমার। মাঠে নেমে ব্রাজিলিয়ান সুপারস্টার অবশ্য টাচেলকে হতাশ করেননি। ১০ মিনিটে ক্রিস্টোফার এনকুনকুকের পাস থেকে নেইমার কায়েন গোলরক্ষক ব্রাইসকে পরাস্ত করেন। ৪০ বছর ৬ মাস বয়সে কাল খেলতে নেমে লীগ ওয়ানের ইতিহাসে সবচেয়ে বেশি বয়সী খেলোয়াড় হিসেবে মাঠে নামার রেকর্ড গড়েছেন বুফন। ২০০৬ সালের বিশ্বকাপ জয়ী বুফন প্রথমার্ধের মাঝামাঝিতে মালিক টকোন্টের শক্তিশালী ভলি রক্ষা করলে কায়েনের সমতায় ফেরা হয়নি। উল্টো ৩৫ মিনিটে এ্যাঞ্জেল ডি মারিয়ার সহায়তায় রাবিওট ব্যবধান দ্বিগুণ করেন। ৮৫ মিনিটে উইয়াহর শট ক্রসবারে লেগে ফেরত আসে। কিন্তু ম্যাচ শেষের মিনিটখানেক আগে উইয়াহ আর হতাশ করেননি। এর আগে দিনের শুরুতে বার্টান্ড ট্রায়োরে ও মেমফিস ডিপের গোলে এমিয়েন্সকে ২-০ গোলে হারিয়েছে লিঁও। ম্যাচ শেষে পিএসজি অধিনায়ক থিয়াগো সিলভা সন্তোষ প্রকাশ করেন। ব্রাজিলিয়ান তারকা বলেন, দারুণভাবে আমরা লীগ শুরু করলাম। বিশেষ করে প্রথমার্ধে আমরা বেশ ভাল খেলেছি। দ্বিতীয়ার্ধে অবশ্য শতভাগ দিতে পারিনি। কিছু খেলোয়াড় প্রাক-মৌসুমে কিছুটা দেরিতে দলে যোগ দিয়েছে। যে কারণে তারা পুরোপুরি প্রস্তুত ছিল না। তাদের মধ্যে আমিও আছি। তবে সময়ের সঙ্গে সঙ্গে অবশ্যই আমরা আরও উন্নতি করব।
×