ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

উজবেকিস্তানের বিপক্ষে আজ ভাল খেলার লক্ষ্য লাল-সবুজদের

বাংলাদেশের এশিয়ান গেমস শুরু ফুটবল দিয়ে

প্রকাশিত: ০৬:২৭, ১৪ আগস্ট ২০১৮

বাংলাদেশের এশিয়ান গেমস শুরু ফুটবল দিয়ে

স্পোর্টস রিপোর্টার ॥ আগামী ১৮ আগস্ট থেকে ইন্দোনেশিয়ায় শুরু হচ্ছে এশিয়ান গেমসের আসর। তবে গত ১০ আগস্ট থেকেই শুরু হয়ে গেছে ফুটবল ইভেন্টের খেলা। বাংলাদেশ অনুর্ধ-২৩ জাতীয় ফুটবল দল পড়েছে ‘বি’ গ্রুপে। সিবিনংয়ের পাকানসারি স্টেডিয়ামে আজ বাংলাদেশ সময় বিকেল ৫টায় বাংলাদেশ দল মোকাবেলা করবে শক্তিশালী উজবেকিস্তানের। এই আসরে অংশ নেয়ার আগে বাংলাদেশ দল ইতোমধ্যেই কাতার এবং দক্ষিণ কোরিয়ায় গিয়ে কন্ডিশনিং ক্যাম্প করার পাশাপাশি একাধিক প্রস্তুতি ম্যাচ খেলেছে নতুন ব্রিটিশ কোচ জেমি ডে’র অধীনে। গত ১৯ জুলাই কাতারে গিয়ে সেখানকার আল-মেসাইমেয়ার ফুটবল ক্লাবের সঙ্গে ১-১ গোলে এবং ২৬ জুলাই দেশে ফিরে সাভারের জিরানির বিকেএসপিতে শেখ জামাল ধানমন্ডি ক্লাব লিমিটেডের সঙ্গে একই ব্যবধানে ড্র করেছিল বাংলাদেশ দল। গত ১ আগস্ট দক্ষিণ কোরিয়ার মকপো আন্তর্জাতিক ট্রেনিং সেন্টারে অনুষ্ঠিত কোরিয়ার দ্বিতীয় বিভাগের দল গুয়াংজু এফসির কাছে তারা হেরে যায় ০-২ গোলে। একই ভেন্যুতে ৩ আগস্ট সেহান ইউনিভার্সিটি ফুটবল দলকে ২-১ গোলে এবং সর্বশেষ ৬ আগস্ট কোরিয়ার চোদাং বিশ্ববিদ্যালয়কে ৩-১ গোলে হারায়। তার মানে ৫ ম্যাচের মধ্যে ২টিতে জয়, ২টি ড্রতে এবং ১টিতে হার। অনুশীলনে বাংলাদেশ দলের পারফর্মেন্স দেখে একটি দল হিসেবে এশিয়ান গেমসে ভাল কিছু করার প্রত্যাশা করছেন বাংলাদেশ দলের কোচ জেমি ডে। কিন্তু বাস্তবতা হচ্ছেÑ কঠিন গ্রুপে পড়েছে তারা। ফলে এই আসরে তাদের প্রাপ্তির প্রত্যাশা অত্যন্ত ক্ষীণ। আর তাই আজ উজবেকদের কাছে সম্মানজনক হারই লক্ষ্য হতে পারে লাল-সবুজদের। দক্ষিণ কোরিয়ার ইনচনে অনুষ্ঠানরত এর আগের ২০১৪ এশিয়ান গেমসের ফুটবল ডিসিপ্লিনে ‘বি’ গ্রুপে উজবেকিস্তান অনুর্ধ-২৩ ফুটবল দলের কাছে ৩-০ গোলে হেরেছিল বাংলাদেশ অনুর্ধ-২৩ ফুটবল দল। এশিয়ান গেমসের প্রতিটি ফুটবল দল হচ্ছে অ-২৩ জাতীয় দল। তবে এই দলে তিনজন করে সিনিয়র খেলোয়াড় খেলতে পারবে। সিনিয়র দলের হেড টু হেডে বাংলাদেশ এ পর্যন্ত উজবেকিস্তানের সঙ্গে ৩ ম্যাচ খেলে ৩টিতেই হেরেছে। ফিফা র‌্যাঙ্কিংয়েও পিছিয়ে বাংলাদেশ। তারা যেখানে আছে ১৯৪তম অবস্থানে, সেখানে উজবেকিস্তান আছে ৯৫ নম্বরে। তাছাড়া অতীতের রেকর্ড অনুযায়ীÑ এই আসরের ফুটবল ইভেন্টে কোন সাফল্যই নেই বাংলাদেশের। ১৯৭৮ সালে ব্যাংকক এশিয়ান গেমস থেকে ফুটবলে অংশ নিয়ে আসছে তারা। মাঝে দুটি আসর (১৯৯৪ ও ১৯৯৮) ছাড়া ফুটবলে নিয়মিতই অংশ নিয়ে আসছে। গেমস ফুটবলে এ পর্যন্ত ২৩ ম্যাচ খেলে মাত্র ৩টিতে জিতেছে বাংলাদেশ। বাকি ২০টিতেই পেয়েছে হারের স্বাদ। সর্বশেষ জয়টি এসেছে গত ২০১৪ এশিয়ান গেমসে, আফগানিস্তানের বিপক্ষে ১-০ গোলে। এবারও বাংলাদেশের এশিয়ান গেমসে অংশগ্রহণ মূলত ঘরের মাঠে সাফ ও বঙ্গবন্ধু গোল্ডকাপের প্রস্তুতি হিসেবেই। এই দুই টুর্নামেন্টের আগে এশিয়ান গেমসে দলকে পরখ করার সুযোগ পাচ্ছেন জেমি। এশিয়ান গেমস ফুটবলে ‘বি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ উজবেকিস্তান, থাইল্যান্ড ও কাতার। তবে পরিসংখ্যান বিপক্ষে হলেও কোচ জেমি প্রত্যাশা করছেন ছেলেরা অন্তত ভাল ফুটবল উপহার দেবে নিজেদের প্রথম ম্যাচটাতে, ‘আমরা প্রস্তুত আছি। ছেলেরা কঠোর পরিশ্রম করেছে। তারা যে ট্রেনিং নিয়েছে, সেটি এখন প্রয়োগ করার সময় এসেছে এশিয়ান গেমসে।’ জেমি ডে বলছেন পুরো দলের মধ্যে একটা পার্থক্য দেখতে পেয়েছেন তিনি। বাংলাদেশ দলের ফুটবলারদের খাদ্যাভ্যাসে পরিবর্তন হয়েছে। তারা এখন নিয়মিত জিম করছে। তাই এশিয়ান গেমসে ফল যাই আসুক অন্তত তার দলের লড়াই করার মানসিকতা আছে বলে মনে করছেন তিনি। এখন দেখার বিষয়, আজকের ম্যাচে শক্তিশালী ইজবেকদের বিরুদ্ধে কেমন ফল করে বাংলাদেশ।
×