ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ঘুষ না দেয়ায় চিংড়ি ভর্তি গাড়ি জব্দ ॥ তালিকায় মাত্র ১শ’ কেজি

প্রকাশিত: ০৫:০১, ১৪ আগস্ট ২০১৮

ঘুষ না দেয়ায় চিংড়ি ভর্তি গাড়ি জব্দ ॥ তালিকায়  মাত্র ১শ’ কেজি

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ টেকনাফে শুল্ক কর্মকর্তাকে ঘুষ না দেয়ায় স্থানীয় একাধিক প্রজেক্টের চিংড়ি মাছ ভর্তি গাড়ি আটক করে মৎস্য ব্যবসায়ীদের কাছ থেকে জোরপূর্বক আদায় করা হয়েছে ৪০ হাজার টাকা। এ ঘটনার প্রতিবাদে সোমবার দুপুরে মাইকিং করে প্রতিবাদ সমাবেশ করেছে স্থানীয় চিংড়ি চাষীরা। সমাবেশে আজ মঙ্গলবার বিকেলে ওই শুল্ক গোয়েন্দা কর্মকর্তার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানা গেছে। সূত্রে জানা যায়, টেকনাফে দায়িত্বরত শুল্ক গোয়েন্দা কর্মকর্তা রণজিত কুমার নাথ মিয়ানমার থেকে চিংড়ি আসছে এই অজুহাত তুলে কিছুদিন ধরে হোয়াইক্যং এলাকার চিংড়ি ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা দাবি করে আসছিল। ব্যবসায়ীরা তাকে বুঝিয়ে বলেন, মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে ৭ লক্ষাধিক রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসার কারণে ওপারের সমস্ত চিংড়ি ঘের খোলামেলা ও পরিত্যক্ত অবস্থায় রয়েছে। চিংড়ি চাষ করার মতো কোন রোহিঙ্গা রাখাইনে নেই। মিয়ানমার থেকে কোন ধরনের চিংড়ি আসছে না। টেকনাফের হ্নীলা ও হোয়াইক্যং এলাকায় অসংখ্য চিংড়ি ঘের রয়েছে। শুল্ক গোয়েন্দা কর্মকর্তা রবিবার বিকেলে স্থানীয় ২৫ ব্যবসায়ীর চিংড়ি ভর্তি পিকআপ বালুখালী কাস্টমস চেকপোস্টে আটকে দেয়। বিকেল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত ৫ ঘণ্টা ধরে আটকে রাখায় বরফ গলে নষ্ট হয়ে গেছে কয়েক লাখ টাকার চিংড়ি মাছ। পরে আটকে দেয়া চিংড়ি ভর্তি গাড়ি ছাড়িয়ে নিতে তিনি এক লাখ টাকা ঘুষ দাবি করেন বলে অভিযোগ করেছেন চিংড়ি ব্যবসায়ী নেতা আবদুর রহমানসহ অনেকে। ঘুষ দাবি করার বিরুদ্ধে চিংড়ি ব্যবসায়ী ও স্থানীয়রা প্রতিবাদমুখর হয়ে উঠলে উপায়ান্তর না দেখে তড়িঘড়ি করে তাদের নিয়ন্ত্রণে থাকা কয়েকজন পণ্য ক্রেতা ডেকে এনে চিংড়িগুলো নিলামে বিক্রি দেখিয়ে ৪০ হাজার টাকা আদায় করেন তিনি। অভিযোগ উঠেছে, নিলামে ৪০ হাজার টাকা নগদ নেয়া হলেও কাগজপত্রে তার অর্ধেকও দেখানো হয়নি। এখানে মজার ব্যাপার হচ্ছে, গাড়ি ভর্তি মাছের মধ্যে জব্দ তালিকায় রহস্যজনকভাবে মাত্র ১শ’ কেজি চিংড়ি দেখানো হয়েছে। অভিযোগ সঠিক নয় দাবি করে শুল্ক গোয়েন্দা কর্মকর্তা রণজিত কুমার নাথ বলেন, ওসব চিংড়ি মিয়ানমারের, তাই জব্দ করে নিলামে বিক্রি দেখানো হয়েছে।
×