ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

চাকরি পেল কাক

প্রকাশিত: ০৫:১২, ১৩ আগস্ট ২০১৮

 চাকরি পেল কাক

ফ্রান্সের পশ্চিমাঞ্চলে একটি থিমপার্কে বুদ্ধিমান ছয় পাখিকে পরিচ্ছন্নতাকর্মী হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। বিভিন্ন ধরনের ময়লা-আবর্জনা পরিষ্কার করে পার্ককে ফিটফাট রাখাই এদের কাজ। প্যু দ্যু ফ্যু নামক ওই থিমপার্কে নিযুক্ত কাকগুলোকে বিশেষভাবে প্রশিক্ষণ দেয়া হয়েছে সিগারেটের টুকরা, ছোটখাটো আবর্জনা সংগ্রহ করার জন্য। তারা ময়লাগুলো সংগ্রহ করে একটি বাক্সে জমা করে, আর কঠিন এই কাজের বিনিময়ে পারিশ্রমিক হিসেবে পায় পর্যাপ্ত খাবার। পরিচ্ছন্নতাকর্মী প্রথম দলের কাকেরা এরই মাঝে তাদের বরাদ্দ করা কাজ অনুসারে দায়িত্ব পালন করতে শুরু “ করেছে। বাকিরা রবিবার কাজে যোগ দেয়। পার্কের প্রধান নিকোলাস দে ভিলিয়ার্স জানান, এই পাখিদের কেবল উদ্যান এলাকা পরিচ্ছন্ন রাখার উদ্দেশেই নিয়োগ দেয়া হয়নি, কারণ সাধারণত দর্শকরাই পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়ে সাবধানী। ‘প্রকৃতি নিজেই আমাদের শেখাতে পারে চারপাশের যতœ নেয়ার বিষয়ে মানুষকে এই জিনিসটা বুঝানোর জন্যই মূলত এদের নিযুক্ত করা হয়েছে। পার্কপ্রধান আরও বলেন, দাঁড়কাক ও ডোমকাক গোত্রের এই পাখিগুলো ‘বিশিষ্ট বুদ্ধিমান’ পাখি, এবং এরা ‘খেলার ছলে মানুষের সঙ্গে সম্পর্ক তৈরি করতে ভালবাসে।’ পাখিদের বুদ্ধিমত্তার এটিই প্রথম কোন উদাহরণ নয়। এর আগেও চলতি বছরের শুরুতে বিজ্ঞানীরা প্রমাণ করেছিলেন, সমস্যা সমাধানের বিষয়ে কাকের এক ধরনের সক্ষমতা আছে। -বিবিসি অবলম্বনে।
×