ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

৭৩ বছর পর...

প্রকাশিত: ০৫:১১, ১৩ আগস্ট ২০১৮

  ৭৩ বছর পর...

চোখে ভাল দেখতে পান না মার্লা এল এ্যান্ড্রুস। বৃহস্পতিবার বিকেলে ছিয়াত্তরে পা দেয়া এ্যান্ড্রুজ তার বসার ঘরে বসে যেন ইতিহাসের এক খণ্ড নেড়েচেড়ে দেখছিলেন। চশমা পরা চোখের সামনে, ছোট প্লাস্টিকের ব্যাগে ঢোকানো সোনার আংটির দিকে অনেকক্ষণ চেয়ে রইলেন বৃদ্ধা। দৃষ্টি আবছা, ফলত আংটিতে খোদাই করা শব্দ তেমন স্পষ্ট হয়ে ধরা দিল না। আংটির ভেতর দিকে খোদাই করে লেখা, পিডি। তারপর একটা তীরবিদ্ধ হৃদয়, শেষে লেখা এলইডি। তারিখ লেখা ৫-৩১-৪৩। পিডি আসলে তাঁর মা ফিলিস ডিকসন, আর এলইডি তাঁর বাবা দ্বিতীয় বিশ্বযুদ্ধের একজন যোদ্ধা যার প্রকৃত নাম ক্যাপ্টেন লরেন্স ই ডিকসন। ৩১ মে, ১৯৪৩ ছিল তাঁর ২৩তম জন্মদিন। ডিকসন আর্মি ফ্লাইং স্কুলে প্রশিক্ষণ নিয়েছিলেন। মাত্র ২৪ বছর বয়সে ২৩শে ডিসেম্বর ১৯৪৪ তারিখে দক্ষিণ অস্ট্রিয়ায় এসকর্ট মিশন চলাকালীন মারা যান তিনি। প্রায় ৭৩ বছর পর হঠাৎ করেই নিউ অরল্যান্স বিশ্ববিদ্যালয়ের স্নাতক পড়ুয়া তিতাস ফারমিন ওই এলাকায় খননকার্যের সময় এই আংটিটি খুঁজে পান। বিমানের কয়েকটি ভাঙ্গা অংশ ছাড়াও বহু ব্যক্তিগত জিনিস পাওয়া যায় ওই এলাকা থেকে। গত বৃহস্পতিবার আংটিটি ফিরিয়ে দেয়া হয়। এরপর মার্লা এল এ্যান্ড্রুস একটি সাদা টিসু এবং একটি কালো মার্কার নিয়ে বসলেন এ্যান্ড্রুজ। পরনে কালো স্কার্ট আর রঙিন জামা। খুঁটিয়ে দেখলেন ইতিহাসের এই খণ্ড মুহূর্তকে। ১৪ ক্যারটের এই সোনার আংটি তাঁর জীবনের এমন একজন মানুষের সাক্ষ্য বহন করছে যাকে তিনি সেভাবে চেনেনই না।-এনডিটিভি অবলম্বনে।
×