ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বাসচাপায় যুবক নিহত

রাজধানীতে স্ত্রীকে হত্যার পর পালিয়েছে স্বামী

প্রকাশিত: ০৪:২৬, ১৩ আগস্ট ২০১৮

 রাজধানীতে স্ত্রীকে হত্যার পর পালিয়েছে স্বামী

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর দক্ষিণখানে এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনার পর নিহতের স্বামী রঞ্জু গা ঢাকা দিয়েছে। এদিকে গুলিস্তানে বাসের ধাক্কায় অজ্ঞাত এক যুবকের মৃত্যু হয়েছে। ধানম-িতে বিদ্যুতস্পৃষ্ট হয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এছাড়া রাজধানীতে মাদকবিরোধী বিশেষ অভিযানে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৫৪ জনকে গ্রেফতার করা হয়েছে। রবিবার সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, রাজধানীর দক্ষিণখানে অন্তরা আক্তার (২০) নামে এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। এ ঘটনার পর নিহতের স্বামী রঞ্জু গা ঢাকা দিয়েছে। শনিবার গভীররাতে পুলিশ তেতুল তলার বাসার বেডরুমের তালা ভেঙ্গে তার গলায় ওড়না পেঁচানো লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ মর্গে পাঠায়। পুলিশ জানায়, অন্তরাকে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যার পর তার স্বামী রঞ্জু পালিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। কারণ অন্তরার লাশ ঘরের বেডরুমে রেখে বাইরে থেকে তালা ঝুলিয়ে রেখে যায় ঘাতক স্বামী রঞ্জু। দক্ষিণখান থানার পরিদর্শক (তদন্ত) শফিকুল গনি সাবু জানান, স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে শনিবার রাতে তেতুলা তলার এলাকার একটি ঘরের দরজার তালা ভেঙ্গে অন্তরা নামে ওই গৃহবধূর গলায় ওড়না পেঁচানো লাশ উদ্ধার করা হয়। ঘটনার পর থেকে তার স্বামী রঞ্জুকে খুঁজে পাওয়া যাচ্ছে না। বাসচাপায় যুবকের মৃত্যু ॥ গুলিস্তানে বাসের ধাক্কায় অজ্ঞাত (৩৫) এক যুবকের মৃত্যু হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার দুপুরে জিপিওর উল্টো দিকে ইম্পেরিয়াল হোটেলের সামনের রাস্তা পার হচ্ছিলেন ওই যুবক। এ সময় খাজাবাবা পরিবহনের একটি বাস তাকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে বিকেল ৩টা ২০ মিনিটে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে আনা হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ডিসি কামরুজ্জামান জানান, বাসটি আটক করা গেলেও চালক ও তার সহকারী পালিয়েছেন। পরে তার লাশের ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরনে চেক লুঙ্গি, হাফ হাতা শার্ট ও কোমরে লাল গামছা ছিল। বিদ্যুতস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু ॥ রাজধানীর ধানম-ি ১৫ নম্বর এলাকার একটি বাসায় বিদ্যুতস্পৃষ্ট হয়ে অজ্ঞাতনামা (৫০) এক দিনমজুরের মৃত্যু হয়েছে। ওই বাসার কেয়ারটেকার শেখ মিলাদ জানান, রবিবার সকালে হুমায়ুন নামের একজন ও অজ্ঞাত ওই ব্যক্তিকে দিনমজুর হিসেবে কাজের জন্য আনা হয়। দুপুরের পর বাসার দ্বিতীয় তলার বাহির পাশে এয়ার কন্ডিশনের (এসি) পাশে জমে থাকা ময়লা পরিষ্কার করছিল তিনি। এ সময় বিদ্যুতস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হলে তাকে দ্রুত বিকেল ৩টার দিকে ঢামেক হাসপাতালের জরুরী বিভাগে নেয়া হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, বিকেল ৪টার দিকে তার মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়েছে। মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৫৪ জন গ্রেফতার ॥ রাজধানীতে মাদকবিরোধী বিশেষ অভিযানে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৫৪ জনকে গ্রেফতার করা হয়েছে। ডিএমপি মিডিয়ার সূত্র জানায়, শনিবার সকাল ৬টা থেকে রবিবার সকাল ৬টা পর্যন্ত ডিএমপির ৪৯ থানা এলাকায় মাদকবিরোধী অভিযান চালায় পুলিশ, ডিবি পুলিশ ও কাউন্টার টেররিজমের একাধিক টিম। এ সময় ওই ৫৪ জনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৩৬০৯ পিস ইয়াবা, ৩৬৮ গ্রাম হেরোইন, ৭ কেজি ৯০ গ্রাম গাঁজা ও ২৮ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়।
×