ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

বরিশালে মেয়রের উদ্যোগে জেব্রা ক্রসিং

প্রকাশিত: ০৩:৫৯, ১৩ আগস্ট ২০১৮

 বরিশালে মেয়রের উদ্যোগে জেব্রা ক্রসিং

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ নিরাপদ সড়ক দাবিতে বরিশালে আন্দোলনরত শিক্ষার্থীরা নবনির্বাচিত মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর আশ্বাসে আন্দোলন থেকে সরে যাওয়ায় তাদের উপহার হিসেবে সড়কে জেব্রা ক্রসিং ও রোড সাইন বসানো হচ্ছে। নবনির্বাচিত মেয়রের নিজ উদ্যোগ ও অর্থায়নে নগরীর বিভিন্ন সড়কের পাশে অবস্থিত স্কুলগুলোরে পাশে এ জেব্রাক্রসিং ও রোড সাইন বসানো হবে। রবিবার দুপুরে আনুষ্ঠানিকভাবে বরিশাল সরকারী জিলা স্কুলের সামনের সড়কে জেব্রাক্রসিং ও রোড সাইন স্থাপনের মধ্যদিয়ে এ কাজের উদ্বোধন করেন নির্বাচিত সিটি মেয়র সেরনিয়বাত সাদিক আব্দুল্লাহ। এ সময় তিনি বলেন, নিরাপদ সড়ক শিক্ষার্থীরা যেমন চায়, তেমনি আমিও চাই। নিরাপদ সড়কের দাবিতে বরিশালেও শিক্ষার্থীরা আন্দোলন করেছে। তাদের সঙ্গে একমত পোষণ করে নিরাপদ সড়কের জন্য যা কিছু করণীয় তা আমি করতে চেয়েছি। শিক্ষার্থীরা আমার কথা শুনে আন্দোলন কর্মসূচী প্রত্যাহার করে ক্লাশে ফিরেছে। তাই শিক্ষার্থীদের আপতত এক রকম উপহার দেয়ার জন্যই জেব্রাক্রসিং ও রোড সাইন স্থাপনের উদ্যোগ নেয়া হয়েছে।
×