ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

চার দফা দাবিতে বাকৃবিতে কর্মচারীদের বিক্ষোভ

প্রকাশিত: ০৩:৫৬, ১৩ আগস্ট ২০১৮

 চার দফা দাবিতে  বাকৃবিতে কর্মচারীদের  বিক্ষোভ

বাকৃবি সংবাদদাতা ॥ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) চার দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও অবস্থান ধর্মঘট পালন করছে তৃতীয় শ্রেণী, চতুর্থ শ্রেণী ও কারিগরি কর্মচারীরা। কর্মচারী ঐক্য পরিষদের ব্যানারে টানা চতুর্থ দিনের মতো এই কর্মসূচী পালন করা হচ্ছে। জানা যায়, রবিবার সকাল সাড়ে ১০টার দিকে প্রশাসন ভবনের সামনে জড়ো হয় তৃতীয় শ্রেণী, চতুর্থ শ্রেণী এবং কারিগরি কর্মচারীরা। প্রায় দুই ঘণ্টা অবস্থান ধর্মঘট পালন করে দুপুর ১২ টার দিকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়কে বিক্ষোভ সমাবেশ করে। গত মঙ্গলবার সাধারণ সভা করে চার দফা দাবি পেশ করে কর্মচারী ঐক্য পরিষদ। চার দফা দাবিগুলো হচ্ছে- এডহক ও মাস্টার রুলের কর্মচারীদের চাকরি স্থায়ীকরণ, টাইপিস্ট পদটি পরিবর্তন করে কম্পিউটার অপারেটর পদে রূপান্তর করা, ২০১৫ সালের বেতন স্কেল অনুযায়ী বেতন-ভাতা প্রদান করা এবং সকল কর্মচারীদের সাপ্তাহিক ছুটি দুই দিন কার্যকর করা। কারিগরি কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক সুলতান আহম্মদ এবং তৃতীয় শ্রেণী কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের কর্মসূচী চলবে। সোমবার থেকে বিশ্ববিদ্যালয়ের ছোট ছোট গাড়ি চলাচল বন্ধ করে দেয়া হবে। দাবি আদায় না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচী হাতে নেয়া হবে।
×