ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

তীরের সঙ্গে বাংলাদেশ আরচারি ফেডারেশনের সম্পৃক্ততার বছরপূর্তি

আরচারদের নৈপুণ্য বাড়ানোর উদ্যোগ

প্রকাশিত: ০৫:৩৭, ১২ আগস্ট ২০১৮

আরচারদের নৈপুণ্য বাড়ানোর উদ্যোগ

স্পোর্টস রিপোর্টার ॥ শনিবার বাংলাদেশ অলিম্পিক এ্যাসোসিয়েশনের অডিটরিয়ামে ‘তীর গো ফর গোল্ড’ প্রজেক্টের আওতায় উদীয়মান আরচার এবং জাতীয় দলের আরচারদের ক্রীড়া নৈপুণ্য আরও বৃদ্ধি করার লক্ষ্যে সিটি গ্রুপের সঙ্গে বাংলাদেশ আরচারি ফেডারেশনের চুক্তি মোতাবেক সিটি গ্রুপের অর্থায়নে প্রথমবর্ষের (২০১৭-১৮) মূল্যায়ন সম্পর্কে ও দ্বিতীয় বছরের (২০১৮-১৯) কার্যক্রম পরিচালনার জন্য সিটি গ্রুপের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বাজেট ঘোষণা উপলক্ষে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে বাংলাদেশ আরচারি ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল এবং সিটি গ্রুপের নির্বাহী পরিচালক শোয়েব মোঃ আসাদুজ্জামান সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। এ সময় ফেডারেশনের কর্মকর্তা, জাতীয় আরচারি দলের জার্মান কোচ মার্টিন ফ্রেডরিক, জাতীয় দলের ও সিটি গ্রুপের কর্মকর্তা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে শোয়েব মোঃ আসাদুজ্জামান অবগত করেন যে, প্রথম বছর আরচারি ফেডারেশনের প্রতি ৮টি টার্গেট ছিল তন্মধ্যে ৫টি টার্গেট পূরণ হয়েছে। ফেডারেশনের কাজের এই ধারাবাহিকতা এবং আরচারদের নৈপুণ্য বিবেচনা করে সিটি গ্রুপ এ বছর বিকেএসপি ও তীরন্দাজ সংসদের ১০ আরচারকে প্রতিমাসে ৫ হাজার টাকা করে বৃত্তি প্রদান করবে। সিটি গ্রুপ ২০১৮-১৯ অর্থবছরে বিভিন্ন খাতে ২ কোটি ২০ লাখ টাকা বরাদ্দের জন্য আনুষ্ঠানিকভাবে বাজেট ঘোষণা করে। খাতগুলো হলো : জাতীয় যুব আরচারি চ্যাম্পিয়নশিপ (নবেম্বর, ২০১৮, ৮ লাখ টাকা), জাতীয় আরচারি চ্যাম্পিয়নশিপ (ডিসেম্বর, ২০১৮, ১০ লাখ টাকা), এশিয়া কাপ স্টেজ-১ ওয়ার্ল্ড র‌্যাঙ্কিং টুর্নামেন্ট (থাইল্যান্ড, জানুয়ারি, ২০১৯, ১ কোটি ৫০ লাখ টাকা), আরচারি ওয়ার্ল্ড কাপ স্টেজ-১ (চীন, মে, ২০১৯, ১ লাখ ৫০ হাজার টাকা), ওয়ার্ল্ড আরচারি চ্যাম্পিয়নশিপ (হল্যান্ড, জুন, ২০১৯, ১ লাখ ৮০ হাজার টাকা), কোচিং স্টাফসহ বিদেশী কোচের যাবতীয় ব্যয় বাবদ (১ কোটি ৮ লাখ টাকা), আরচারি প্রশিক্ষণ কেন্দ্র সংস্কার ও উন্নয়ন বাবদ (১ লাখ টাকা), জাতীয় আরচ্যারি দলের প্রশিক্ষণ ক্যাম্পের খাবার বাবদ (১ লাখ ৫০ হাজার টাকা), আরচারদের জন্য শিক্ষাখাত বাবদ (৫ লাখ টাকা), আরচারদের পারফর্মেন্স বোনাস বাবদ (১ লাখ টাকা), চাকরিতে নিয়োজিত নেই এমন জাতীয় দলের আরচারদের জন্য ভাতা বাবদ (৬ লাখ টাকা)। চপল জানান, ‘আসন্ন এশিয়ান গেমসের আরচারিতে আমাদের লক্ষ্য কোয়ার্টার ফাইনাল খেলা। আর পরবর্তী এসএ গেমসে আমরা অধরা স্বর্ণপদক জিততে চাই।’ অলিম্পিকে যদি বাংলাদেশ কোনদিন পদক জয়ী হয় তাহলে সেটা জিতবে আরচারি বা শূটিং থেকেÑ এমনটাই অভিমত ক্রীড়ামোদীদের। ২০১৬ রিও অলিম্পিকে বাংলাদেশ ক্রীড়া দলকে পরিচয় করে দেয়া হয়েছিল ‘অলিম্পিকে কোন পদক না জেতা বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ’ বলে। এই অপমানের উপযুক্ত জবাব একমাত্র দিতে পারেন বাংলাদেশী আরচাররাই। উল্লেখ্য, ২০১৭ সালের ২৩ অক্টোবর সিটি গ্রুপের সঙ্গে বাংলাদেশ আরচারি ফেডারেশনের চুক্তি স্বাক্ষরিত হয়। ‘তীর গো ফর গোল্ড’-এর আওতায় অন্তর্ভুক্ত হওয়ার পর ফেডারেশন ২০তম এশিয়ার আরচারি চ্যাম্পিয়নশিপ-২০১৭ এবং তীর নবম জাতীয় আরচারি চ্যাম্পিয়নশিপ-২০১৭’র আয়োজন করে। আরচার হিসেবে বিশ্ব আরচারিতে মার্টিনের আছে নজরকাড়া সাফল্য। গত ২০১৬ রিও অলিম্পিক আরচারির সেরা আট কোচের একজন ছিলেন। ২০২০ টোকিও অলিম্পিককে টার্গেট করে তীর গ্রুপের সঙ্গে ৫ বছরের পরিকল্পনা নিয়ে ‘গো ফর গোল্ড’ চুক্তি করেছে ফেডারেশন।
×