ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

সেরার দৌড়ে রোনাল্ডো, সালাহ, মেসি

প্রকাশিত: ০৭:০৯, ১১ আগস্ট ২০১৮

সেরার দৌড়ে রোনাল্ডো, সালাহ, মেসি

স্পোর্টস রিপোর্টার ॥ উয়েফা চ্যাম্পিয়ন্স লীগে সর্বশেষ তিন আসরেই চ্যাম্পিয়ন হয়েছে স্প্যানিশ পরাশক্তি রিয়াল মাদ্রিদ। ইউক্রেনের রাজধানী কিয়েভে সর্বশেষ মৌসুমের ফাইনালে লিভারপুলকে ৩-১ গোলে হারিয়ে ঐতিহাসিক হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হয় গ্যালাক্টিকোরা। ফাইনালের তিন মাস পর চ্যাম্পিয়ন্স লীগের চার পজিশনের সেরা খেলোয়াড় নির্বাচনের জন্য সংক্ষিপ্ত তিনজনের তালিকা প্রকাশ করেছে ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা। এবার দ্বিতীয়বারের মতো ভিন্ন ভিন্ন পজিশনের সেরা খেলোয়াড়কে এ্যাওয়ার্ড দেয়া হবে। আগামী ৩০ আগস্ট ২০১৮-১৯ মৌসুমের চ্যাম্পিয়ন্স লীগের গ্রুপপর্বের ড্র অনুষ্ঠানে ঘোষণা করা হবে পজিশনভিত্তিক সেরা খেলোয়াড়ের নাম। এবার সেরা ফরোয়ার্ডের সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছেন তিন সুপারস্টার সাবেক রিয়াল মাদ্রিদ ও বর্তমানে জুভেন্টাসের ফুটবলার ক্রিস্টিয়ানো রোনাল্ডো, বার্সিলোনার লিওনেল মেসি ও লিভারপুলের মোহাম্মাদ সালাহ। এবারও তালিকায় আধিপত্য রিয়াল মাদ্রিদের খেলোয়াড়দের। তিনজনের সংক্ষিপ্ত তালিকায় মেসি আছেন তিনে। এবার মাত্র ছয় গোল করেও তালিকায় ঠাঁই পেয়েছেন বার্সা সুপারস্টার। কোয়ার্টার ফাইনালে এএস রোমার কাছে হেরে চ্যাম্পিয়ন্স লীগ থেকে বিদায় নেয় বার্সিলোনা। এরপরও মেসির সেরা তিনে থাকাটা অনেকটা বিস্ময়ের। বিশেষ করে ফাইনালে জোড়া গোল করা গ্যারেথ বেলের জায়গা না পাওয়াটা অনেককে অবাক করেছে। ২০১৭-১৮ মৌসুমে চ্যাম্পিয়ন্স লীগের গ্রুপপর্বে খেলা ৩২টি দলের কোচ ও উয়েফায় প্রতিনিধিত্বকারী দেশগুলোর ৫৫ জন সাংবাদিকের ভোটে করা হয়েছে এই তালিকা। ইউরোপ সেরার আসরে প্রতিটি পজিশনের সেরা খেলোয়াড় বেছে নিতে গতবার থেকে চারটি পজিশনের প্রতিটির জন্য করা হচ্ছে তিনজনের সংক্ষিপ্ত তালিকা। গোলরক্ষকদের তালিকায় জায়গা পেয়েছেন রিয়ালের কেইলর নাভাস, সম্প্রতি রোমা থেকে লিভারপুলে নাম লেখানো ব্রাজিলের এ্যালিসন বেকার ও জুভেন্টাস থেকে পিএসজিতে পাড়ি জমানো জিয়ানলুইজি বুফন। ডিফেন্ডারদের তিনজনই চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদের। এরা হলেনÑ মার্সেলো, রাফায়েল ভারানে ও অধিনায়ক সার্জিও রামোস। মিডফিল্ডারে তিনজনের দুইজন রিয়ালেরÑ লুকা মডরিচ ও টনি ক্রুস। অপরজন ম্যানচেস্টার সিটির কেভিন ডি ব্রুইনে। টানা তিনবারের মতো চ্যাম্পিয়ন্স লীগ শিরোপা জিতেছে রিয়াল। লস ব্লাঙ্কোসদের হয়ে আগের আসরে শিরোপা জিতে সেরা ফরোয়ার্ডের পুরস্কার জিতেছিলেন রোনাল্ডো। এবার সর্বোচ্চ ১৫ গোল করেছেন তিনি। এর আগে ছয়বার এই পুরস্কার পেয়েছেন পর্তুগীজ তারকা। চ্যাম্পিয়ন্স লীগের গত শিরোপাটা রিয়ালের হয়ে জিতলেও এবার রোনাল্ডোকে মাঠে দেখা যাবে জুভেন্টাসের জার্সি গায়ে। বিশ্বকাপের পরপরই ইতালিতে পাড়ি জমিয়েছেন তিনি। ফাইনালে ইনজুরির কারণে পুরোটা সময় খেলতে না পারলেও মৌসুমটা দুর্দান্ত কেটেছে সালাহর। মিসরীয় ফরোয়ার্ড সেরার এ্যাওয়ার্ড জিতে নিলে অবাক হওয়ার কিছু থাকবে না। ধারণা করা হচ্ছে, এবারও সেরা ফরোয়ার্ডের এ্যাওয়ার্ড জিতে নেবেন রোনাল্ডো। অন্যান্য আসরে খুব একটা ভাল না করলেও চ্যাম্পিয়ন্স লীগে উজ্জ্বল ছিলেন সি আর সেভেন। এবার তাকে সেরার জন্য প্রতিদ্বন্দ্বী মেসির সঙ্গে হয়তো লড়াই করতে হবে না। এক্ষেত্রে রোনাল্ডোর মূল প্রতিদ্বন্দ্বী হতে পারেন সালাহ।
×