ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

উবাচ

প্রকাশিত: ০৫:৫৯, ১০ আগস্ট ২০১৮

উবাচ

কিছু মনে হয় না স্টাফ রিপোর্টার ॥ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন মামলা এখন আর তার কাছে কোন ‘সমস্যা’ মনে হচ্ছে না। সম্প্রতি তিনি বলেন, আমার নামে আরেকটা নতুন মামলা হয়েছে। আমরা এখন মামলাকে খুব বেশি কিছু মনে করি না। আমার মামলার সংখ্যা ৮৬টা পার হয়ে গেছে। তিনি বলেন, আমাদের বেশিরভাগ নেতাদের বিরুদ্ধে মামলা ৪০/৫০টি, ১৫০ থেকে ২০০টি পর্যন্ত আছে। ওগুলো এখন আমাদের কাছে কোন সমস্যা নয়। জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে এই বক্তব্যের পরপরই বিএনপি মহাসচিব নতুন মামলায় জামিন চাইতে হাইকোর্টে চলে যান। দুঃখ প্রকাশ স্টাফ রিপোর্টার ॥ মাঝে মধ্যে রাজনীতিবিদরা মুখ ফসকে বেফাঁস কথা বলে ফেলেন। এই যেমন সেদিন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক চুমু খেতে চাইলেন। তিনি বলেছিলেন ‘এখন আপনি রাস্তায় দাঁড়িয়ে আওয়ামী লীগ অফিসের দিকে গোলাগুলি করতে করতে আসবেন, তাদের কি বল প্রয়োগ করবে না? চুমু খাবে? তবে ভুল করে ভুল বোঝে না অনেকে। আওয়ামী লীগ কার্যালয়ে হামলা হলে দলের কর্মীরা ‘চুমু খাবে না’ বলে যে বক্তব্য দিয়েছিলেন, সেজন্য দুঃখ প্রকাশ করেছেন ওবায়দুল কাদের। কৃত্রিম বিরোধী দল স্টাফ রিপোর্টার ॥ এইচ এম এরশাদ বলেছেন জাতীয় পার্টি (জাপা) আর ‘কৃত্রিম’ বিরোধী দল হতে চায় না। এর অর্থ কি এখন জাপা কৃত্রিম বিরোধী দল! বিরোধী দল হিসেবে জাপার যে দায়িত্ব ছিল তা কি পালন করতে পারেনি জাপা। সব সময় হট্টোগোল আর হরতাল না করে সত্য বিরোধী দল হয়ে সরকারের উন্নয়নে সহায়তা করা যায়। সেই নজির জাপা সৃষ্টি করেছে। তবে জাপা চাইছে বিরোধী দলে না থেকে সরাসরি সরকারে আসতে। সেক্ষেত্রে বিএনপি নির্বাচনে আসলে আওয়ামী লীগের সঙ্গে মহাজোটের শরিক হয়েই জাপা নির্বাচনে অংশ নেয়ার পক্ষে। এরশাদ নিজেও বলেছেন, আমরা চাই আওয়ামী লীগের সঙ্গে জোট করে আগামী নির্বাচনে অংশ নিতে।
×