ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নিজস্ব অর্থে এসডিজি বাস্তবায়নে দক্ষতা বাড়ানোর তাগিদ বিশেষজ্ঞদের

প্রকাশিত: ০৮:১৯, ৯ আগস্ট ২০১৮

নিজস্ব অর্থে এসডিজি বাস্তবায়নে দক্ষতা বাড়ানোর তাগিদ বিশেষজ্ঞদের

অর্থনৈতিক রিপোর্টার ॥ নিজস্ব অর্থায়নে এসডিজি বাস্তবায়নে দক্ষতা উন্নয়নের তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। ১৫ বছর মেয়াদী এসডিজি বাস্তবায়নে বাংলাদেশের আগামী ১২ বছরে বাড়তি ৯২৮ বিলিয়ন ডলার অর্থায়ন প্রয়োজন হবে। যার মধ্যে ৮৫ শতাংশ অর্থ অভ্যন্তরীণ উৎস থেকে পাওয়ার আশা করছে সরকার। বাকি ১৫ শতাংশ উন্নয়ন সহযোগীদের কাছ থেকে পাওয়ার আশা করা হচ্ছে। তবে উন্নয়ন সহযোগীদের কাছ থেকে এই অর্থও পাওয়া যাবে কি না তা নিয়ে সংশয় রয়েছে সংশ্লিষ্টদের। এ কারণে নিজস্ব অর্থায়নের পাশাপাশি দক্ষতা উন্নয়নের ওপর জোর দেয়া হয়েছে। বুধবার ‘এসডিজি অর্জনে দক্ষতা উন্নয়ন’ শীর্ষক ওয়ার্কশপের আয়োজন করে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি)। সংস্থাটির সভাপতি একেএম এ হামিদের সভাপতিত্বে কাকরাইলের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত ওই ওয়ার্কশপে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক মোঃ আবুল কালাম আজাদ, কারিগরি শিক্ষা অধিদফতরের মহাপরিচালক অশোক কুমার বিশ্বাস প্রমুখ। আবুল কালাম আজাদ বলেন, এসডিজি অর্জনে বাংলাদেশের আগামী ১২ বছরে বাড়তি ৯২৮ বিলিয়ন ডলার অর্থায়ন লাগবে। যার মধ্যে ৮৫ শতাংশ অর্থ অভ্যন্তরীণ উৎস থেকে পাওয়ার আশা করছে সরকার। কিন্তু প্রশ্ন হলো, বাকি অর্থ কে দেবে ? জাতিসংঘের অধিভুক্ত ১৯৪টি দেশই তো এসডিজি বাস্তবায়ন করছে। তাই আমাদের নিজস্ব টাকা দিয়েই এসডিজি বাস্তবায়ন করতে হবে।
×