ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

শুনানিতে ফেঁসে যাচ্ছেন বেন স্টোকস

প্রকাশিত: ০৭:০১, ৮ আগস্ট ২০১৮

শুনানিতে ফেঁসে যাচ্ছেন বেন স্টোকস

স্পোর্টস রিপোর্টার ॥ বারবার দোষ অস্বীকার করে আসলেও ব্রিস্টল ক্রাউন কোর্টের প্রথমদিনের শুনানি ইঙ্গিত দিচ্ছে বেন স্টোকস আসলেই অপরাধী, ক্রমশ ফেঁসে যাচ্ছেন তিনি। আর এ ধরনের অপরাধে সর্বোচ্চ তিন বছরের জেল হতে পারে বলেও স্থানীয় সংবাদ মাধ্যমে জানানো হয়েছে। গত বছর ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে ওয়ানডে ম্যাচ শেষে রাতের বেলা স্থানীয় পানশালার বাইরে দু’জনের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েন ব্যাড বয় খ্যাত ইংলিশ অলরান্ডার। ভিডিওতে স্পষ্ট দেখা যায় একজনকে ঘুষি মেরে মাটিতে ফেলে দিচ্ছেন তিনি। আর কোর্টের শুনানি পরিষ্কার ইঙ্গিত দিচ্ছে, মাতাল স্টোকস সেদিন ইচ্ছাকৃতভাবে ওই ঘটনা ঘটিয়েছিলেন। ভারতের বিপক্ষে চলমান সিরিজের প্রথম টেস্টে দারুণ বোলিং করলেও এরই মধ্যে দ্বিতীয় টেস্টের দল থেকে তাকে বাদ দেয়া হয়েছে। প্রথমদিনেই আদালতে শুনানি চলাকালীন বেরিয়ে এসেছে নানা তথ্য। সরকারী আইনজীবী জুরিদের কাছে যা তুলে ধরেছেন তা স্টোকসের বিরুদ্ধেই যাচ্ছে। সরকারী আইনজীবী নিকোলাস কোর্সেলিস এদিন বলেন, ‘বেন পুরোপুরি নিয়ন্ত্রণহীন অবস্থায় ছিলেন।’ পাশাপাশি তিনি আরও জানিয়েছেন, ‘প্রতিশোধের মানসিকতা নিয়েই আক্রমণ করেন ওইদিন।’ বলা হচ্ছে, সেদিন পানশালায় দুই সমকামী ব্যক্তিকে নকল করছিলেন স্টোকস। একজনের নিতম্বে নাকি জ্বলন্ত সিগারেটও চেপে ধরেছিলেন। সরকারী আইনজীবী এটাও জানাতে ভোলেননি, স্টোকসের আঘাতে রায়ান আলি ও রায়ান হেল দু’জনই অচৈতন্য হয়ে গিয়েছিলেন। তবে দু’পক্ষেরই বক্তব্য শুনবেন জুরিরা। এ জন্য কয়েকদিন সময় লেগে যাবে। তবে প্রথমদিনের শুনানিপর্বের পর কিছুটা চাপে আছেন স্টোকস। গোটা পরিস্থিতি স্টোকসের বিরুদ্ধে যাচ্ছে। দোষ প্রমাণিত হলে হয়তো বড় শাস্তির মুখে পড়তে হবে। স্থানীয় সংবাদ মাধ্যমের মতে, এই অভিযোগে দোষী প্রমাণিত হলে তারকা অলরাউন্ডারের সর্বোচ্চ তিন বছর পর্যন্ত জেল হতে পারে। উল্লেখ্য, গত বছর ২৭ সেপ্টেম্বর ব্রিস্টলে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ম্যাচ জিতেছিল ইংল্যান্ড। রাতে নাইটক্লাবে গিয়েছিলেন স্বাগতিক দলের চার সদস্য- বেন স্টোকস, জো রুট, এ্যালেক্স হেলস ও জনি বেয়ারস্টো। অভিযোগ, সেখানেই দুই সমকামী ব্যক্তিকে উত্ত্যক্ত করার পর বাইরে এসে রায়ান আলি ও রায়ান হেল নামের দুই ব্যক্তিকেও বেদম মারধর করেন স্টোকস। ঘটনার দু’দিন পর সেই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়লে দল থেকে সাময়িক নিষিদ্ধ হতে হয়। অস্ট্রেলিয়া সফরে গুরুত্বপূর্ণ এ্যাশেজ সিরিজেও তাই খেলা হয়নি। এজবাস্টনে ভারতের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে বিরাট কোহলিসহ চার উইকেট নিয়ে ইংল্যান্ডের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখলেও শুনানির কারণে নেই দ্বিতীয় টেস্টের দলে। সবমিলিয়ে তুখোড় তারকা স্টোকসের ক্যারিয়ারই এখন বড় রকমের হুমকির মুখে।
×