ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সাতক্ষীরায় গৃহবধূ হত্যার দায়ে স্বামী শ্বশুরের ফাঁসি

প্রকাশিত: ০৬:৪৯, ৮ আগস্ট ২০১৮

সাতক্ষীরায় গৃহবধূ হত্যার দায়ে স্বামী শ্বশুরের ফাঁসি

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ স্ত্রী আমেনা খাতুনকে (১৮) পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যার দায়ে স্বামী ওমর আলী (৩৫) ও শ্বশুর দ্বীন মোহাম্মদ (৫৫) গাজীকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদ- কার্যকর করার আদেশ প্রদান করেছে আদালত। মঙ্গলবার সকালে সাতক্ষীরা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সাদিকুল ইসলাম তালুকদার জনাকীর্ণ আদালতে এই রায় ঘোষণা করেন। এ সময় আসামিদ্বয় আদালতে উপস্থিত ছিলেন। মামলায় নিহতের শাশুড়িকে খালাস প্রদান করা হয়েছে। জানা যায়, ২০১৬ সালের নবেম্বরে কলারোয়া উপজেলার চান্দুড়িয়া গ্রামের ওমর আলী গাজীর বিয়ে হয় একই উপজেলার গোয়ালপাড়া গ্রামের আব্বাস উদ্দিনের মেয়ে আমেনা খাতুনের। বিয়ের এক মাস পরেই তাদের সংসারে অশান্তির খবর পান বাবা আব্বাস উদ্দিন। এরপর ২০১৭ সালের ৬ জানুয়ারি রাত ৯টার দিকে বেয়াই দীন মোহাম্মদ গাজী হঠাৎ তাকে মোবাইলে খবর দেন তার মেয়ে আমেনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না- সে কোথায় পালিয়ে গেছে। এর তিনদিন পর ২০১৭ সালের ১০ জানুয়ারি চান্দুড়িয়া সীমান্ত সংলগ্ন ইছামতি নদী থেকে গলায় ফাঁস লাগানো অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় ওইদিনই কলারোয়া থানায় আমেনার স্বামী-শ^শুর-শাশুড়িসহ পাঁচজনের নামে হত্যা মামলা দায়ের করা হয়। আসামি ওমর আলী প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের কাছে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করে যে, তার বাবা দ্বীন মোহাম্মদের সহযোগিতায় সে তার স্ত্রীকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করে লাশ নদীতে ফেলে দেয়। এ মামলায় ২০১৮ সালের ২৮ জানুয়ারি আদালতে তিনজনের নামে চার্জশীট দাখিল করা হয়।
×