ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

এবার ছাত্রদল নেতার ফোনালাপ ফাঁস

‘জিনিসপাতিগুলো নিয়ে ছাত্রদের সঙ্গে মিশে যা’

প্রকাশিত: ০৫:৫০, ৮ আগস্ট ২০১৮

‘জিনিসপাতিগুলো নিয়ে ছাত্রদের সঙ্গে মিশে যা’

স্টাফ রিপোর্টার ॥ নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন ও ঘটনাকে পুঁজি করে বিশেষ গোষ্ঠীর নাশকতার কারণে সৃষ্ট অরাজকতা কেটেছে। সরকারের নেয়া ইতিবাচক পদক্ষেপের পর রাজধানীর যান চলাচল স্বাভাবিক হয়েছে। শিক্ষার্থীরা ক্লাসে ফিরছেন। মঙ্গলবার রাজধানীর কোথাও কোন শিক্ষার্থী বিক্ষোভ মিছিল করেননি। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সড়কে লাইসেন্স পরীক্ষাসহ যানচলাচল নিয়ন্ত্রণে কাজ করছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। বেসরকারী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে আজ বৈঠকে বসছেন শিক্ষামন্ত্রী। এদিকে বিএনপি নেতার পর এবার ছাত্রদল নেতার টেলিফোন আলাপে বেরিয়ে পড়েছে নাশকতার ছক। ছাত্রদল নেতা তার কর্মীকে বলে জিনিসপাতিগুলো নিয়ে ছাত্রদের সঙ্গে মিশে যায়। মঙ্গলবার সকাল থেকে মহানগরীর শাহবাগ, সায়েন্স ল্যাব, রামপুরা, বাড্ডা, মিরপুর ১০, উত্তরা হাউস বিল্ডিং, বসুন্ধরা আবাসিক এলাকায় শিক্ষার্থীদের কোন জমায়েত দেখা যায়নি। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোয় ক্লাস শুরু হয়েছে। গত কয়েকদিনে শিক্ষার্থীদের বিক্ষোভ, সড়ক অবরোধ চলাকালীন পুলিশের সঙ্গে একাধিকবার সংঘর্ষের ঘটনায় গণপরিবহনের সংখ্যা তুলনামূলক কম থাকলেও মঙ্গলবার পরিবহনের সংখ্যা বেড়েছে। এছাড়া নির্বাহী ম্যাজিস্ট্রেট মশিউর রহমানের নেতৃত্বে ঢাকা মহানগর পুলিশের একটি মোবাইল টিম এবং বিআরটিএ’র ৫টি মোবাইল কোর্ট রাজধানীতে পরিচালিত হচ্ছে। বিআরটিএ’র উপ-পরিচালক (প্রকৌশলী) মাসুদ আলম জানান, সড়কে যানবাহনের অব্যবস্থাপনা প্রতিরোধে আমাদের ৫টি মোবাইল কোর্ট পরিচালিত হচ্ছে। রমনা বিভাগের উপ-কমিশনার মারুফ হোসেন সর্দার জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং নগরবাসীর নির্বিঘেœ চলাচলের জন্য রাজধানীর বিভিন্ন এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এদিকে আন্দোলনকারী শিক্ষার্থীরা ক্লাসে ফিরছেন। বিভিন্ন স্কুল-কলেজে খোঁজ নিয়ে জানা গেছে, মঙ্গলবার রাজধানীর স্কুলগুলোয় শিক্ষার্থী উপস্থিতি বেড়েছে। যে শিক্ষা প্রতিষ্ঠানের দুই শিক্ষার্থী সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে, সেই শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজে শিক্ষার্থীদের উপস্থিতি আগের দিন কম থাকলেও মঙ্গলবার উপস্থিতি ছিল অনেকটাই স্বাভাবিক। মতিঝিল আইডিয়াল স্কুল এ্যান্ড কলেজের অধ্যক্ষ শাহান আরা বেগম জানান, আগের দিনের চেয়ে শিক্ষার্থীদের উপস্থিতি বেশি। এ সপ্তাহের মধ্যেই এ উপস্থিতি শতভাগে উন্নীত হবে বলে আশা করছেন তিনি। সোমবার রাজধানীর উত্তরা, কুড়িল বিশ্বরোড ও রামপুরাসহ বিভিন্ন স্থানে বেসরকারী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সড়কে অবস্থান নেয়। এর পরই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর অবস্থানে যায়। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি) জানিয়েছে, শিক্ষা প্রতিষ্ঠানের পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে। তারা আশা করছেন, আজ-কালের মধ্যে পুরোপুরি স্বাভাবিক হয়ে যাবে। ২৯ জুলাই দুপুরে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের অদূরে বিমানবন্দর সড়কে (র‌্যাডিসন হোটেলের উল্টো দিকে) বাসচাপায় রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থী নিহত হয়। বিমানবন্দর সড়কের বামপাশে বাসের জন্য অপেক্ষা করার সময় জাবালে নূর পরিবহনের একটি বাস তাদের চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় আরও কয়েকজন আহত হন। তাদের কয়েকজনকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে। এরপর থেকে নিরাপদ সড়কের দাবিতে গত ৬ আগস্ট পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল করে শিক্ষার্থীরা। প্রথমে স্কুল-কলেজের শিক্ষার্থী ও পরে বিভিন্ন সরকারী-বেসরকারী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ চলে। বেসরকারী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে আজ বৈঠক শিক্ষামন্ত্রীর ॥ রাজধানীর বিভিন্ন বেসরকারী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে আজ সভায় বসছে শিক্ষা মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। বিকেল ৩টায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এ সভা অনুষ্ঠিত হবে। বৈঠক করতে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ উপস্থিত থাকবেন। মঙ্গলবার মন্ত্রণালয় ও ইউজিসি থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান বলেছেন, নিরাপদ সড়কের দাবিতে স্কুল-কলেজ পর্যায়ে শিক্ষার্থীদের আন্দোলন থেমে গেলেও রাজধানীর কয়েকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে এ আন্দোলন ছড়িয়ে পড়ে। এর রেশ ধরে সোমবার দুটি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ও বহিরাগতদের মধ্যে সংঘর্ষ হয়। তিনি বলেন, দেশে সম্প্রতি উদ্ভূত পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মধ্যে আর যাতে নতুন করে সংঘাত-সংঘর্ষ সৃষ্টি না হয় এ কারণে শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে বেসরকারী বিশ্ববিদ্যালয় উপাচার্যদের সঙ্গে জরুরী বৈঠক ডাকা হয়েছে। বর্তমানে বিভিন্ন মাধ্যমে সভার বিষয়টি উপাচার্যদের জানিয়ে দেয়া হচ্ছে। মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের পাঠানো বিজ্ঞপ্তিতে বেসরকারী বিশ্ববিদ্যালয় উপাচার্যদের সঙ্গে সভার বিষয়টি জানানো হয়েছে। বলা হয়েছে সভায় দেশে সম্প্রতি উদ্ভূত পরিস্থিতি নিয়ে বিশ্ববিদ্যালয় উপাচার্যদের সঙ্গে জরুরী বৈঠক করতে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ উপস্থিত থাকবেন। এ ছাড়াও শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব সোহরাব হোসাইনসহ শিক্ষা মন্ত্রণালয়ের উর্ধতন কর্মকর্তারা সভায় উপস্থিত থাকার কথা রয়েছে। এর আগে গত ৫ আগস্ট ঢাকা মহানগরীর সরকারী-বেসরকারী স্কুল-কলেজের প্রধানদের নিয়ে সভা করে বেশ কিছু নির্দেশনা দিয়েছিলেন শিক্ষামন্ত্রী। এবার ছাত্রদল নেতার নাশকতার টেলিফোন আলালে তোলপাড় ॥ নিরাপদ সড়ক চাই আন্দোলনকে ঘিরে নাশকতা সৃষ্টি করতে বিএনপি নেতাকর্মীরা নিয়েছে মহাপরিকল্পনা। গোপনে শুরু করেছে নানা তৎপরতা। এরই অংশ হিসেবে ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন রুবেল এক ছাত্রদলকর্মীর সঙ্গে কথা বলেছেন। কথার অডিও ফাঁস হয়েছে। অডিও ক্লিপটির শুরুতেই ফোনের রিং বাজতে শোনা যায়। এরপর অপর প্রান্ত থেকে ফোন রিসিভ করে হ্যালো বলে এক যুবক। সাজ্জাদ হোসেন রুবেল বলেন, কই আছস তোকে এতবার হোয়াটসএ্যাপ ফোন দিলাম ধরোস না ক্যান। যুবক : আমি এই মাত্র বাস থেকে নামলাম এখন কমলাপুরে আছি। মাত্র নামাইল এই জায়গায়। সাজ্জাদ হোসেন রুবেল : তুই হচ্ছে কাজ কর তুই যদি উবার পাও তাহলে উবার নে। কারণ উবারে পুলিশ চেক-টেক করে না। আর যদি না পাও তাহলে সিএনজি নিয়ে রামপুরায় আরিফের কাছে চলে যা। যুবক : উবার তো নাই ফোনে। সিএনজি নিয়ে আইতাছি। রামপুরার কোথা যাব। কার কাছে যাব। সাজ্জাদ হোসেন রুবেল : তুই একটা কাজ কর। তোকে ওইদিন যে গ্যারেজে কথা কইছিলাম হেলাল সাদি। ওখানে মহানগরের সেক্রেটারি মাহফুজ আছে। সেই তোকে সবকিছু বুঝিয়ে দেব। এরপর যুবক : ইউসুফের সঙ্গে আপনার কথা হয়েছে কোন। আনতে কইছেন কিছু। সাজ্জাদ হোসেন রুবেল : এত কথা ফোনে বলার দরকার নাই। আরিফকে সব জিনিসপাতি বুঝিয়ে দিয়েছি যা যা লাগবে। তোর জাস্ট তার কাছ থেকে জিনিসপাতিগুলো নিয়ে ছাত্রদের সঙ্গে মিশে যা। ছাত্ররা যা টের না পায়। আর ইউনিফর্ম নিচ্ছ তো। যুবক : ইউনিফর্ম দেয়নি। সাজ্জাদ হোসেন রুবেল : ঠিক আছে ইউনিফর্ম পড়তে ভুলিস না। পরে ঝামেলা হবে। পুলিশ ঝামেলা করতেছে। পরে হোয়াটসএ্যাপে ফোন দিলে ধরিস। শাহবাগে সোমবারের সংঘর্ষের ঘটনায় মামলা ॥ শাহবাগে সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থীর সঙ্গে সংঘর্ষের ঘটনায় মামলা করেছে পুলিশ। শাহবাগ থানার এসআই রমজান রাতেই মামলাটি করেন বলে ওসি আবুল হাসান জানিয়েছেন। তিনি বলেন, সরকারী কাজে বাধা ও পুলিশকে গুরুতর আহত করার অভিযোগ আনা হয়েছে। আসামি কারও নাম ও সংখ্যা উল্লেখ করা হয়নি। শাহবাগের ওসি আবুল হাসান বলেন, পিকেটারের ইটের আঘাতে ইমানুল নামে এক পুলিশ সদস্য আহত হয়েছেন। ঘটনায় সময় ছয়জনকে আটক করা হলেও পরে তাদের ছেড়ে দেয়া হয়েছে। এদিকে নাশকতার উস্কানির অভিযোগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীকে শাহবাগ থানায় সোপর্দ করেছিল ছাত্রলীগ। মঙ্গলবার বিকেলে শাহবাগ থানা থেকে তাদের ছেড়ে দেয়া হয়। মুক্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন- ঢাবির গণিত বিভাগের তারিকুল ইসলাম, তড়িৎ প্রকৌশল বিভাগের ওমর ফারুক ও পদার্থবিদ্যার জোবাইদুল হক রনি। এদিকে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে আন্দোলন করলেও মঙ্গলবার মুক্তির পর টিএসসিতে তাদের নিয়ে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টসহ বাম সংগঠনের নেতাকর্মীদের মিছিল করতে দেখা গেছে।
×