ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আয়ারল্যান্ডে হার মুমিনুলদের

প্রকাশিত: ০৭:১৬, ৭ আগস্ট ২০১৮

আয়ারল্যান্ডে হার মুমিনুলদের

স্পোর্টস রিপোর্টার ॥ আয়ারল্যান্ড সফরে তৃতীয় ওয়ানডেতে ৩৪ রানে হেরে গেছে মুমিনুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশ ‘এ’ দল। লক্ষ্য খুব বেশি ছিল না। আগের ম্যাচে যেখানে হেসে খেলে ২৮৯ রান করেছিল ‘এ’ দল, সেখানে ২৪৬ রান সহজ লক্ষ্যই বলা চলে। অথচ এই লক্ষ্যই কঠিন হয়ে দাঁড়াল মুমিনুলদের জন্য। সিরিজের দ্বিতীয় ম্যাচে আয়ারল্যান্ড উলভস তথা স্থানীয় ‘এ’ দলের ২৪৫ রানের জবাবে ২১১ রানে গুটিয়ে যায় বাংলাদেশ ‘এ’ দল। ফলে সহজ জয়ে পাঁচ ওয়ানডের সিরিজে সিরিজে ১-১ এর সমতায় ফিরল স্বাগতিক আইরিশরা। প্রথম ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়, দ্বিতীয়টিতে ৮৭ রানে জিতেছিল সফরকারী বাংলাদেশ ‘এ’। টসে হেরে ব্যাট করতে নেমে ৯ রানের মধ্যে ২ উইকেট হারিয়ে শুরুতেই ধাক্কা খায় আইরিশরা। খালেদ আহমেদ ও সানজামুল ইসলাম দ্রুতই স্বাগতিকদের দুইটি উইকেট তুলে নেন। দলীয় ৫৩ রানে এ্যান্ডি বালবার্নি আউট হন মোহাম্মদ সাইফুদ্দিনের বলে। ৫৪ বলে ২৭ রান করেন আইরিশ অধিনায়ক। বিপর্যয় থেকে দলকে টেনে তোলেন স্টুয়ার্ট থম্পসন ও এ্যান্ডি ম্যাকব্রিন। এই জুটিতে আসে ১০৩ রান। থম্পসন করেন ৬৮ ও ম্যাকব্রিন ৫৯ । এরপর শেন গেটকেটের ২৮, গ্রাহাম কেনেডির ২৩ ও জনাথন গ্যাথের ১৫ রানের সুবাদে ৪৯.৩ ওভারে অল আউট হওয়ার আগে ২৪৫ রানের সম্মানজনক পুঁজি পায় আয়ারল্যান্ড। বাংলাদেশের হয়ে পেসার খালেদ আহমেদ ৪২ রানে নিয়েছেন ৪ উইকেট। ২টি করে শিকার সানজামুল ইসলাম ও শরিফুল ইসলামের। জবাবে ব্যাট করতে নেমে শুরুটা মন্দ ছিল না বাংলাদেশের। দলীয় ১৭ রানে ওপেনার জাকির হাসানকে হারালেও সাইফ হাসান ও মুমিনুল দলকে ভালভাবেই এগিয়ে নিচ্ছিলেন। কিন্তু দলীয় ৭২ রানে আউট হয়ে যান সাইফ হাসান (৩৪)। এরপর অধিনায়ক মুমিনুলের সঙ্গে যোগ দেয়া মোহাম্মদ মিঠুন ব্যক্তিগত ২৩ রানে আউট হয়ে যান। তবে ধস নামে দলীয় ১১৭ রানের মাথায় মুমিনুল আউট হলে। ৬৬ বলে ৪৬ রান করেন এই বাঁ-হাতি। এরপর দ্রুতই উইকেট হারাতে থাকে বাংলাদেশ। মোহাম্মদ সাইফুদ্দিন (২৭) ও সানজামুল ইসলাম (২৬) কিছুটা প্রতিরোধের চেষ্টা করলেও শেষ রক্ষা হয়নি। ৪৬.৩ ওভারে ২১১ রান করতেই সব ক’টি উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ। জাতীয় দলের ওয়েস্ট ইন্ডিজ সফরের কারণে আড়ালে চলে যাওয়া ‘এ’ দলের এই সফরটা বেশ গুরুত্বপূর্ণ। আগামী বছর ইংল্যান্ডে অনুষ্ঠিত হবে ওয়ানডে বিশ্বকাপ। মুমিনুলদের ওপর তাই নির্বাচকদের তীক্ষè দৃষ্টি থাকছে। টাইগার স্কোয়াডে ফেরার প্ল্যাটফর্ম সাইফ হাসান, মোহাম্মদ মিথুন, নুরুল হাসান সোহান, মোহাম্মদ সাইফুদ্দিনদের। স্কোর ॥ আয়ারল্যান্ড উলভস: ৪৯.৩ ওভারে ২৪৫/১০ (বালবার্নি ২৭, শ্যানন ০, টেক্টর ০, টমসন ৬৯, মাকব্রিন ৫৮, গেটকেইট ২৮, টাকার ২, কেইন ৭, কেনেডি ২৩, গার্থ ১৫, ম্যাককার্থি ৩*; খালেদ ১০-১-৪২-৪, সানজামুল ১০-২-৪১-২, আল আমিন ৩-০-২৫-০, সাইফ উদ্দিন ১০-০-৫৬-২, শরিফুল ৮.৩-২-৪০-১, সাইফ ৮-০-৩১-১)। বাংলাদেশ ‘এ’: ৪৬.৩ ওভারে ২১১/১০ (সাইফ ৩৪, জাকির ৮, মুমিনুল ৪৬, মিঠুন ২৩, আল আমিন ২২, ফজলে রাব্বি ৯, সোহান ০, সাইফ উদ্দিন ২৭, সানজামুল ২৩, শরিফুল ১১, খালেদ ০; ম্যাকব্রাইন ৩/৩৭, কেইন ৪/২৪, ম্যাককার্থি ৩/৩৭, কেনেডি ০/৩৬, গার্থ ০/৬৬, গেটকেইট ০/১০)। ফল : আয়ারল্যান্ড উলভস ৩৪ রানে জয়ী সিরিজ : পাঁচ ওয়ানডে ১-১ এ চলমান
×