ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ইউজিসিতে কেএসপি কর্মশালা

প্রকাশিত: ০৬:৪৯, ৬ আগস্ট ২০১৮

 ইউজিসিতে কেএসপি কর্মশালা

স্টার্টআপ এবং বিজনেস ইনকিউবেশন শীর্ষক নলেজ শেয়ারিং প্রোগ্রাম (কেএসপি) কর্মশালা শনিবার ইউজিসি অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। এক্সপোর্ট-ইমপোর্ট ব্যাংক অব কোরিয়া- এর আর্থিক সহায়তায় এশীয় উন্নয়ন ব্যাংক কর্মশালাটির আয়োজন করে। আইটি খাতে দক্ষ জনবল গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশের উচ্চশিক্ষা ক্ষেত্রে স্টার্টআপ এবং বিজনেস ইনকিউবেশন স্থাপনে এটি ছিল ফাইনাল ডিসেমিনেশন ওয়ার্কশপ। কেএসপি’র লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে আইটি পার্কে বিজনেস ইনকিউবেশন, একাডেমিক-ইন্ডাস্ট্রি সংযোগ স্থাপন এবং আইটি পেশাজীবীদের সক্ষমতা বাড়ানো। প্রফেসর আবদুল মান্নান, চেয়ারম্যান ইউজিসি প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। প্রফেসর ড. মোহাম্মদ ইউসুফ আলী মোল্লা, সদস্য, ইউজিসি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। -বিজ্ঞপ্তি
×