ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ছাত্র আন্দোলনে উস্কানি

ব্যারিস্টার নাওমীকে ডিবি পরিচয়ে তুলে নেয়ার অভিযোগ

প্রকাশিত: ০৫:০৬, ৬ আগস্ট ২০১৮

 ব্যারিস্টার নাওমীকে ডিবি পরিচয়ে তুলে নেয়ার অভিযোগ

নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা, ৫ আগস্ট ॥ বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে ফোনালাপে আন্দোলনরত শিক্ষার্থীদের উসকে দেয়ার অভিযোগে কুমিল্লা থেকে ব্যারিস্টার মিলহানুর রহমান নাওমী নামে এক আইনজীবীকে তুলে নেয়ার অভিযোগ করেছে তার পরিবার। রবিবার সকালে বরুড়া উপজেলার দেওড়া গ্রামের তার ফুফুর বাড়ি থেকে ঢাকার ডিবি পুলিশ পরিচয়ে তাকে তুলে নেয়া হয় বলে তারা অভিযোগ করেন। নাওমী কুমিল্লা সিটি কর্পোরেশনের ২০নং ওয়ার্ডের কাউন্সিলর ও উনাইসার গ্রামের ছিদ্দিকুর রহমান সুরুজের ছেলে। এদিকে ছেলেকে তুলে নেয়ার বিষয়ে সাংবাদিকদের কাছে বক্তব্য দেয়ার পর দুপুরে পুলিশ নাওমীর বাবা ছিদ্দিকুর রহমান সুরুজকে আটক করে জেলা ডিবি কার্যালয়ে নিয়ে যায়। জানা যায়, নিরাপদ সড়ক দাবিতে শিক্ষার্থীদের উসকে দেয়ার বিষয়ে বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে একজনের অডিও ফোনালাপ আন্দোলনের ৭ম দিন গত শনিবার ফেসবুকে ভাইরাল হয়ে যায়। ওই অডিওতে নাওমীকে ঢাকায় আন্দোলনে সক্রিয় হতে বলেন আমির খসরু মাহমুদ চৌধুরী। এ ঘটনায় তার বিরুদ্ধে শনিবার রাতে চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন নগর ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর। এরপর রবিবার সকালে কুমিল্লার বরুড়া দেওড়া গ্রাম থেকে ডিবি পুলিশ পরিচয়ে নাওমীকে তুলে নেয়া হয়। পরে সকাল ১০টার দিকে নাওমীর বাবা ছিদ্দিকুর রহমান সুরুজ তার বাড়িতে সাংবাদিকদের জানান, রবিবার ভোরে ডিবি পুলিশ পরিচয়ে নাওমীর খোঁজে তার উনাইসারের বাড়িতে তল্লাশি চালানো হয়। এখানে তাকে না পেয়ে তারা নাওমীর মামা মনজুরুল ইসলাম ও চাচা ফরিদুল আলমকে সঙ্গে নিয়ে বরুড়া দেওড়া গ্রামে নাওমীর ফুফুর বাড়ি যান। সেখান থেকে তারা নাওমীকে তুলে নিয়ে যায় এবং তার মামা ও চাচাকে ছেড়ে দেয়। তিনি আরও জানান, নাওমী লন্ডনে ব্যারিস্টারি পাস করে ৫-৬ মাস আগে দেশে এসেছে। রাজনীতির সঙ্গে সে জড়িত আছে বলেও আমার জানা নেই। সে আমির খসরু মাহমুদ চৌধুরীর মেয়ের সঙ্গে লন্ডনে লেখাপড়া করত। সেই সুবাদে আগামী ১০ আগস্ট নাওমীর চাচাত বোনের বিয়ে অনুষ্ঠানে দাওয়াত দেয়ার জন্য বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরীকে ফোন দিয়েছিল। সে যদি অপরাধ করে থাকে তাহলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হোক, বিনা দোষে তাকে যেন কোন সাজা দেয়া না হয়। এদিকে সাংবাদিকদের নিকট নাওমীকে ঢাকার ডিবি পুলিশ পরিচয়ে তুলে নেয়ার বিষয়ে কথা বলার পর দুপুরে নাওমীর বাবা ছিদ্দিকুর রহমান সুরুজকে জিজ্ঞাসাবাদের জন্য জেলার সদর দক্ষিণ মডেল থানা পুলিশ বাড়ি থেকে আটক করে নিয়ে যায়। জেলা ডিবির ওসি নাসির উদ্দিন মৃধা জানান, নাওমীর বাবা ছিদ্দিকুর রহমান সুরুজকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে আনা হয়েছে।
×