ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

এবারের প্রিমিয়ার ফুটবলে খেলা হবে সপ্তাহে তিনদিন

প্রকাশিত: ০৭:৩৭, ৫ আগস্ট ২০১৮

এবারের প্রিমিয়ার ফুটবলে খেলা হবে সপ্তাহে তিনদিন

স্পোর্টস রিপোর্টার ॥ শনিবার বাফুফে প্রফেশনাল ফুটবল লীগ কমিটির এক সভা বাংলাদেশ ফুটবল ফেডারেশন ভবনের বোর্ড রুমে কমিটির সভাপতি আব্দুস সালাম মুর্শেদীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে সাতটি সিদ্ধান্ত গৃহীত হয়। এগুলো হলো : ১. দেশী খেলোয়াড় দলবদলের সময় আগামী ১৫ অক্টোবর পর্যন্ত বর্ধিত, একই সঙ্গে বিদেশী খেলোয়াড় দলবদলের সময় আগামী ১৫ অক্টোবর পর্যন্ত বহাল, ২. বাংলাদেশ প্রিমিয়ার লীগের জন্য ৯টি ভেন্যুর আবেদনের প্রেক্ষিতে ৬টি ভেন্যু প্রাথমিকভাবে অনুমোদিত, এগুলো হলো : বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম, এমএ আজিজ স্টেডিয়াম, চট্টগ্রাম, শহীদ রফিকউদ্দিন স্টেডিয়াম, ময়মনসিংহ, শেখ ফজলুল হক মণি স্টেডিয়াম, গোপালগঞ্জ, শেখ কামাল স্টেডিয়াম, নীলফামারী, শহীদ ভুলু স্টেডিয়াম, নোয়াখালী; ৩. চলতি মৌসুমে বাংলাদেশ প্রিমিয়ার লীগে বিদেশী খেলোয়াড় এএফসি গাইড লাইন অনুযায়ী ৪ খেলোয়াড় রেজিস্ট্রেশন করতে পারবে এবং ৪ জনই খেলায় অংশগ্রহণ করতে পারবে, তবে ৪ জনের মধ্য থেকে ১ জন খেলোয়াড়কে অবশ্যই এশিয়ান হতে হবে, ৪. চলতি মৌসুমে বাংলাদেশ প্রিমিয়ার লীগে সপ্তাহে ৩ দিন যথাক্রমে শুক্র, শনি ও রবিবার অনুষ্ঠিত হবে, ৫. চলতি মৌসুম শুরু হবে ২২ অক্টোবর থেকে, ১১ নবেম্বর পর্যন্ত ফেডারেশন কাপ শুরুর মাধ্যমে, ৬. চলতি মৌসুমে স্বাধীনতা কাপ ও অন্য টুর্নামেন্টগুলোতে দেশী খেলোয়াড়দের সঙ্গে বিদেশী খেলোয়াড়রাও ক্লাবের পক্ষে খেলায় অংশগ্রহণ করতে পারবে এবং বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ আগামী ৩ বছরের জন্য সাধারণ সম্পাদক হিসেবে পুনরায় দায়িত্বপ্রাপ্ত হওয়ায় তাকে বাফুফে প্রফেশনাল ফুটবল লীগ কমিটির পক্ষ হতে ফুলেল শুভেচ্ছা জানানো।
×