ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

শরণখোলায় খাস জমি থেকে উচ্ছেদের প্রতিবাদে বিক্ষোভ

প্রকাশিত: ০৭:০৩, ৫ আগস্ট ২০১৮

শরণখোলায় খাস জমি থেকে উচ্ছেদের প্রতিবাদে বিক্ষোভ

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ শরণখোলায় সরকারী খাস জমি থেকে মুক্তিযোদ্ধা ও দলিত সম্প্রদায়ের শতাধিক ভূমিহীন পরিবারের বিরুদ্ধে উচ্ছেদ মামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে উপজেলা সদর রায়েন্দা বাজারের পূর্ব মাথায় বলেশ্বর নদী পাড়ে এ কর্মসূচী পালিত হয়। কর্মসূচীতে ঋষি, ধোপা, নরসুন্দর, কর্মকার, দিনমজুর পরিবারের শত শত নারী-পুরুষ, শিশুসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ অংশগ্রহণ করেন। ভুক্তভোগী পরিবারগুলো জানায়, বলেশ্বর নদীসংলগ্ন রায়েন্দা বাজারের ৬৬০ দাগের একটি ছোট খাল (নালা) ভরাট হওয়ার পর প্রায় ৩০ বছর আগে ভূমিহীন মুক্তিযোদ্ধা ও দলিত শ্রেণীর শতাধিক পরিবার সেখানে আশ্রয় নেয়। পরবর্তীতে ২০০৮ সালে জেলা প্রশাসক ওই জমি বাজারের পেরিপেরিভুক্ত করে ভূমিহীনদের নামে বন্দোবস্ত (ডিসিআর) দেয়। সেই থেকে তারা সেখানে ঘরবাড়ি নির্মাণ করে বসবাস করে আসছেন। ওই জমির ওপর সরকারীভাবে একাধিক পাকা রাস্তা নির্মাণসহ স্থানীয়ভাবে মসজিদ, পাঠশালা গড়ে উঠেছে। ওই জমিতে বসবাসকারী ভূমিহীন মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ বলেন, এখন প্রভাবশালী একটি মহল এ জমি দখলে নেয়ার ষড়যন্ত্র করছে। এ অবস্থায় ভূমিহীন পরিবারগুলো প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। এ বিষয়ে শরণখোলা উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাউদ্দিন আকন বলেন, বাজারের সবচেয় নিম্নœআয়ের ভূমিহীন মানুষগুলো এখানে বসবাস করছে। এখান থেকে উচ্ছেদ করা হলে তাদের যাওয়ার জায়গা থাকবে না। শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা লিংকন বিশ্বাস বলেন, যদিও ওখানে কিছু দরিদ্র পরিবার বসবাস করছে, কিন্তু হাইকোর্টের একটি রিটের কারণে তাদের উচ্ছেদ করতে হচ্ছে।
×