ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

বান্দরবানে প্রতিপক্ষের গুলিতে পিতাপুত্র নিহত

প্রকাশিত: ০৬:৫৭, ৫ আগস্ট ২০১৮

বান্দরবানে প্রতিপক্ষের গুলিতে পিতাপুত্র নিহত

নিজস্ব সংবাদদাতা, বান্দরবান, ৪ আগস্ট ॥ পাড়াপ্রধান কারবারি পদ নিয়ে বিরোধ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বান্দরবানের রুমা উপজেলার পাইন্দু ইউনিয়নের পাইন্দু উজানি পাড়াপ্রধান কারবারি ক্যঅং প্রু মারমাকে (৬৫) প্রতিপক্ষ গুলি করে হত্যা করে, এ সময় তার ছেলে মংএ চিং মারমা (৩২) গুলিতে নিহত হয়। গুলিতে আহত অপর ছেলের নাম মংক্যহ্রা (২৫)। গুলিতে আহত অপর ছেলের নাম মংকাহা (২৫)। জানা গেছে, গুলি করে হত্যা করে কারবারিকে। এ সময় তার এক ছেলে অল্পের জন্য রক্ষা পায়। এ ঘটনা পর প্রতিপক্ষ উজানি পাড়ার ভারপ্রাপ্ত কারবারী মংরেঅং ও তার সঙ্গীরা পালিয়ে গেছে। নিহত কারবারি ক্যঅং প্রু মারমা ও ভারপ্রাপ্ত কারবারি মংরেঅং মামা আত্মীয়তা সম্পর্কে মামা-ভাগিনা। রুমা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শামসুল আলম দুজন নিহতের ঘটনার সত্যতা স্বীকার করেন। উল্লেখ্য, গত ২০১৭ সালে ২৬ জুলাই পাড়ায় প্রভাব বিস্তারের কেন্দ্র করে নিহত ক্যঅং পুরুষ কারবারির বড় ছেলে হ্লাসিংমং মারমা (৩২) কর্তৃক বর্তমান ভারপ্রাপ্ত কারবারি মংরেঅং মারমার ছোটভাই ও বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নুশৈমং মারমাকে গুলি করে হত্যা করে। ওই ঘটনায় নিহত কারবারি ক্যঅং প্রু মারমাসহ তিন ছেলেসহ চারজনই জেলে ছিল। গত ৩১ জুলাই পিতাসহ মেজ ও সেজ ছেলে মংক্যহ্লা মারমা ও মংবাসিং মারমা জামিনে বেরিয়ে আসে। হবিগঞ্জে এসিড ছুড়ে ছাত্রের শরীর ঝলসে দিলেন শিক্ষক নিজস্ব সংবাদদাতা, হবিগঞ্জ, ৪ আগস্ট ॥ হবিগঞ্জ টেকনিক্যাল এন্ড স্কুল কলেজের ফার্ম মেশিনারিজ বিভাগের ছাত্র মঈন উদ্দিনের শরীর এসিড দিয়ে ঝলছে দিয়েছে এক পাষ- শিক্ষক। গুরুতর এই ছাত্রকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার পরপরই শনিবার বেলা ১১টার দিকে কলেজের শিক্ষার্থীরা রসায়ন বিভাগের শিক্ষক আব্দুল কাইয়ূমের বিচার দাবিতে হবিগঞ্জ শায়েস্তাগঞ্জ ভায়া ধুলিয়াখাল সড়ক প্রায় ঘণ্টা খানেক অবরোধ করে বিক্ষোভে ফেটে পড়ে। এদিকে সদর থানা পুলিশ খবর পেয়ে শিক্ষক কাইয়ূমকে আটক করে। হাসপাতালের বেডে শুয়ে মঈন উদ্দিন জানান, শনিবার বেলা পৌনে ১১টার দিকে সে সাবান তৈরি করা শিখতে শিক্ষক কাইয়ূমের ক্লাসে যান। এ সময় মঈন উদ্দিন অসতর্কতাবশত তার একটি হাত টেবিলের ওপরে রাখলে ওই শিক্ষক ক্ষেপে উঠে এবং তাৎক্ষণিক তাকে লক্ষ্য করে এসিড ছুড়ে মারে। এসিড তার ঘাড়ে ও পিঠসহ আরও কয়েকটি স্থানে পড়লে সে মাটিতে পড়ে ছটফট করতে থাকে। সহপাঠীরা তাকে দ্রুত হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে এনে ভর্তি করে।
×