ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

দিয়া এবং রাজিবের বাসায় গিয়ে সমবেদনা জানালেন ১৪ দলের নেতারা

প্রকাশিত: ০৬:০৪, ৫ আগস্ট ২০১৮

দিয়া এবং রাজিবের বাসায় গিয়ে সমবেদনা জানালেন ১৪ দলের নেতারা

বিশেষ প্রতিনিধি ॥ রাজধানীর বিমানবন্দর সড়কে বাসচাপায় শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থী দিয়া খানম ও আবদুল করিম রাজিবের বাসায় গিয়ে তাদের পরিবারের সদস্যদের সমবেদনা জানিয়েছেন কেন্দ্রীয় ১৪ দলের নেতারা। শনিবার রাজধানীর মহাখালীর দক্ষিণপাড়ায় দিয়ার বাসায় এবং সন্ধ্যায় আশকোনায় করিমের খালার বাসায় যান তারা। তারা দুই পরিবারের সদস্যদের সান্ত¡না দেন। আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য, ১৪ দলের মুখপাত্র এবং স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের নেতৃত্বে সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, ন্যাপ নেতা ইসমাইল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। সেখানে তারা ২০ থেকে ২৫ মিনিটের মতো অবস্থান করেন এবং নিহতের পরিবারকে সান্ত¡না দেন। এ সময়ে মোহাম্মদ নাসিম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে শিক্ষার্থীদের ৯ দফা দাবি বাস্তবায়নের কাজ শুরু হয়ে গেছে। তাই শিক্ষার্থীদের আর কষ্ট করে রাস্তায় থেকে আন্দোলন করার দরকার নেই। ক্লাসে ফিরে গিয়ে পড়ালেখায় মন দেয়ার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ইতোমধ্যে বিএনপি নেতার টেলিফোন কথোপকথন ফাঁসের পর স্পষ্ট হয়েছে বিএনপি ছাত্রদেরকে রাস্তায় রেখে দিয়ে ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়। স্বাস্থ্যমন্ত্রী এ সময় সড়ক দুর্ঘটনায় নিহত দিয়ার বাবা মাকে সান্ত¡না দিয়ে বলেন, সন্তান হারানোর বেদনা কখনও কমানো যায় না। তবে দিয়া ও রাজিবের দুর্ঘটনা হত্যাকা-ের শামিল। প্রধানমন্ত্রীর নির্দেশে ইতোমধ্যে ঘাতক বাস চালককে গ্রেফতার করা হয়েছে। তাদেরকে দ্রুত বিচার করে শাস্তি দেয়া হবে। উল্লেখ্য, গত রবিবার ঢাকার বিমানবন্দর সড়কে বাসের জন্য অপেক্ষার সময় জাবালে নূর পরিবহনের একটি বাসের নিচে চাপা পড়ে নিহত হন দুই শিক্ষার্থী দিয়া ও করিম।
×