ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পিনাক-৬ ট্র্যাজেডির ৪ বছর আজ

প্রকাশিত: ০৭:০৩, ৪ আগস্ট ২০১৮

 পিনাক-৬ ট্র্যাজেডির ৪ বছর আজ

সুবল বিশ্বাস, মাদারীপুর ॥ পিনাক-৬ ট্র্যাজেডির ৪ বছর পূর্তি আজ। চার বছর আগের এদিন মাঝ পদ্মায় শতাধিক তাজা প্রাণের সলিল সমাধি হলেও বিচার পায়নি কেউ। আইনের ফাঁক-ফোকড় দিয়ে বেরিয়ে যেতে বসেছে লঞ্চের অতি মুনাফাখোর মালিক-শ্রমিকরা। শতাধিক পরিবার আজীবন শোক বয়ে বেড়ালেও অপরাধীদের দিন কাটছে আনন্দে। দিনটি ছিল ২০১৪ সালের ৪ আগস্ট। ঈদের আনন্দ কাটিয়ে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে কর্মস্থলে ও বিদেশে শিক্ষা প্রতিষ্ঠানে ফিরছিলেন দক্ষিণাঞ্চলের ২১ জেলার সাধারণ মানুষ ও মেধাবী শিক্ষার্থীরা। সেদিন সকাল থেকে ঝড়ো হাওয়ার সঙ্গে থেমে থেমে বৃষ্টি হচ্ছিল। এমন বৈরী আবহাওয়ায় পদ্মা ছিল উত্তাল। এরই মধ্যে অতিরিক্ত যাত্রী বোঝাই করে লঞ্চগুলো উত্তাল পদ্মা পাড়ি দিচ্ছে। এদের একটি ছিল পিনাক-৬। এই লঞ্চের অতি মুনাফাখোর মালিক-শ্রমিকদের খাম-খেয়ালিপনায় পদ্মায় সলিল সমাধি হতে হয় শতাধিক যাত্রীকে। যাদের মধ্যে বেশ ক’জন ছিল মেধাবী শিক্ষার্থী-জাতির ভবিষ্যত বেঁচে থাকলে ওরা কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ হতে পারত অর্থনীতিবিদ। সেদিন পদ্মা নদীর মাঝে আড়াই শতাধিক যাত্রী নিয়ে ডুবে যায় পিনাক-৬ নামের লঞ্চটি।
×