ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

আর্সেনালের জয় সাডেন ডেথে

প্রকাশিত: ০৭:১৭, ৩ আগস্ট ২০১৮

আর্সেনালের জয় সাডেন ডেথে

স্পোর্টস রিপোর্টার ॥ যুক্তরাষ্ট্রে চলমান ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপে নিজ দেশের চিরপ্রতিদ্বন্দ্বী চেলসিকে সাডেন ডেথে হারিয়েছে আর্সেনাল। বৃহস্পতিবার সকালে হওয়া ম্যাচের নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে ড্র ছিল। এরপর পেনাল্টি শূটআউটে আর্সেনাল জয় পায় ৬-৫ গোলে। ম্যাচের পঞ্চম মিনিটে চেলসিকে এগিয়ে দেন আন্টোনিও রুডিগার। আর্সেনাল সমতায় ফেরে অতিরিক্ত সময়ের খেলায়। গোল করেন আলেকজান্দ্রে লাকাজেট। এরপর খেলা গড়ায় পেনাল্টিতে। পেনাল্টির প্রথম পাঁচটি শটে দুই দলই গোল পায়। নিয়মানুযায়ী খেলা গড়ায় সাডেন ডেথে। সেখানে দুই দলের একজন করে শট নিতে হয়। প্রথমে শট নিতে আসেন চেলসির রুবেন লোফ্টাস-চিক। ডান পায়ে শট নিয়েছিলেন। কিন্তু জালের দেখা পেতে ব্যর্থ হন। এরপর আর্সেনালের এ্যালেক্স লোবি গোল করে দলের জয় নিশ্চিত করেন। জাতীয় মহিলা দাবা চ্যাম্পিয়নশিপ স্পোর্টস রিপোর্টার ॥ ওয়ালটন গ্রুপের পৃষ্ঠপোষকতায় এবং বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে ৩৮তম জাতীয় মহিলা দাবা চ্যাম্পিয়নশিপের খেলা আগামী ৮ আগস্ট বেলা ২টা থেকে দাবা ক্রীড়া কক্ষে শুরু হবে। সব বয়সী মহিলা ও বালিকাদের জন্য এ প্রতিযোগিতায় অংশগ্রহণ উন্মুক্ত। অংশগ্রহণে আগ্রহী মহিলা ও বালিকা দাবাড়–দের আগামী ৭ আগস্টের মধ্যে নির্ধারিত এন্ট্রি ফিসহ বাংলাদেশ দাবা ফেডারেশন অফিসে নাম জমা দিতে হবে। প্রতিযোগিতার খেলা ৯ রাউন্ড সুইস-লীগ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে এবং বিজয়ীদের নগদ এক লাখ টাকা ও ওয়ালটন সামগ্রী পুরস্কার দেয়া হবে। জেলা ক্রীড়া সংস্থার পক্ষে অংশগ্রহণে আগ্রহী দাবাড়–দেরও একই সময়ে মধ্যে স্ব-স্ব জেলা ক্রীড়া সংস্থার পত্র ও এন্ট্রি ফিসহ নাম জমা দিতে হবে। আজ ফারাজ ফুটবলের সেমিফাইনাল স্পোর্টস রিপোর্টার ॥ সোনালি অতীত ক্লাবের সার্বিক ব্যবস্থাপনায় ও শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেডের পৃষ্ঠপোষকতায় আয়োজিত ফারাজ গোল্ডকাপ আন্তঃবিশ^বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের দুই সেমিফাইনাল ম্যাচ আজ শুক্রবার অনুষ্ঠিত হবে। কমলাপুর স্টেডিয়ামে বেলা ৩টায় প্রথম সেমিতে খেলবে ফারইস্ট ও ইউল্যাব বিশ^বিদ্যালয়। আর বিকেল ৫টায় দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে ব্র্যাক ও সাউথ ইস্ট বিশ^বিদ্যালয়।
×