ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বিএনপি সব কিছু নিয়ে পলিটিক্স করতে চায় ॥ তোফায়েল

প্রকাশিত: ০৬:১৭, ৩ আগস্ট ২০১৮

বিএনপি সব কিছু নিয়ে পলিটিক্স করতে চায় ॥  তোফায়েল

নিজস্ব সংবাদদাতা, ভোলা, ২ আগস্ট ॥ শিক্ষার্থীরা ‘নিরাপদ রাজপথের’ দাবিতে যে আন্দোলন করছে সেটা যৌক্তিক বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তিনি বলেন, সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থী নিহতের ঘটনা সবার হৃদয়ে নাড়া দিয়েছে, আমি নিজেও কেঁদেছি, কিন্তু বিএনপি সব কিছু নিয়ে পলিটিক্স (রাজনীতি) করতে চায়। আমরা এ নিয়ে পলিটিক্স করি না। প্রধানমন্ত্রী নিজেও শিক্ষার্থীর মৃত্যুতে দুঃখ ও শোক প্রকাশ করেছেন। বৃহস্পতিবার দুপুরে ভোলা জেলা বাস মালিক সমিতির সভাপতি আক্তার হোসেনের সভাপতিত্বে চরফ্যাশন আধুনিক বাস টার্মিনাল উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এ সময় বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব, পুলিশ সুপার মোকতার হোসেন, ভোলা জেলা আ’লীগের যুগ্ম সম্পাদক জহিরুল ইসলাম নকিব, চরফ্যাশন উপজেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদিন, পৌর মেয়র বাদল কৃষ্ণ দেবনাথ, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ভিপি, চরফ্যাশন বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ও বাস মালিক সমিতির যুগ্ম-সম্পাদক প্রভাষক মনির উদ্দিন চাষীসহ আওয়ামী লীগ ও সহযোগীসংগঠনের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন। মন্ত্রী আরও বলেন, বিএনপি কোন রাজনীতি পায় না তাই তারা যেটা পায় সেটা নিয়েই কথা বলে। সড়ক দুর্ঘটনা মানবিক বিষয় এখানে রাজনীতিকে টানা উচিত নয়। যে চালক শিক্ষার্থীদের হত্যা করেছে তার দৃষ্টান্তমূলক শাস্তি হবে বলেও জানান তিনি। চরফ্যাশন পৌরসভার অর্থায়নে চরফ্যাশন কুলসুমবাগ সংলগ্ন ভোলা-চরফ্যাশন সড়কের পাশের ৩ একর জায়গায় ২০ কোটি টাকা ব্যয়ে দক্ষিণাঞ্চলের বৃহৎ আধুনিক বাস টার্মিানাল উদ্বোধন শেষে সুধী সমাবেশে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, বর্তমান সরকারের অধীনে এই কমিশন নির্বাচন পরিচালনা করবে এবং সেই নির্বাচনে আ’লীগ অবশ্যই জয় লাভ করবে। ভোলাতেও চারটি আসনে আ’লীগ বিজয়ী হবে। বাণিজ্যমন্ত্রী এ সময় ভোলা-চরফ্যাশন-দক্ষিণ আইচা আঞ্চলিক মহাসড়ক খুব শীঘ্রই চার লেনে উন্নীত করার ঘোষণা দেন। তিনি নছিমন-করিমন চলাচলের জন্যেও সড়ক দুর্ঘটনা বৃদ্ধি পাচ্ছে বলে মন্তব্য করেন। পরে চরফ্যাশন বজ্রগোপাল টাউন হলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে তৃণমূল নেতৃবৃন্দ মতবিনিময় সভায় বক্তব্য রাখেন। ওচমানগঞ্জ ইউনিয়নের উত্তর ফ্যাশন গ্রাম, চরমানিকার ৩টি গ্রামের পল্লী বিদ্যুতের লাইন সংযোগ উদ্বোধন করেন। বাণিজ্যমন্ত্রী ও উপমন্ত্রী শেখ রাসেল বিনোদন পার্ক ও জ্যাকব টাওয়ার পরিদর্শন করেন। আছরবাদ চরফ্যাশন কৃষি অফিসের আয়োজনে ৩ দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করেন উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি।
×