ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আজিজ আহমেদ

পাশাপাশি গাড়ি ও নৌকা!

প্রকাশিত: ০৬:৩৩, ২ আগস্ট ২০১৮

পাশাপাশি গাড়ি ও নৌকা!

ষড়ঋতুর দেশ আমাদের বাংলাদেশ । ঋতু পরিবর্তনে বিভিন্ন সময় প্রাকৃতিক সৌন্দর্যে আবৃত হয়ে যায় আমাদের চারপাশ। এখন চলছে বাংলা শ্রাবণ মাস অর্থাৎ বর্ষাকাল। আষাঢ়-শ্রাবণজুড়ে বৃষ্টির দিন এটা প্রাকৃতিক ভাবেই চলে। কিন্তু সমস্যা হচ্ছে রাজধানী ঢাকাতে, এখানে সামান্য বৃষ্টিতেই দুর্ভোগ বেড়ে যায় রাজধানীতে বসবাসরত সকল মানুষের। দুই এক ঘণ্টার বৃষ্টিতেই পানি এমনভাবে জমে যায় যে, রাস্তায় নৌকা চালানোর অবস্থা হয়ে যায়। শহরে অদ্ভুত রকমের এক দৃশ্য দেখা যায়, সেখানে গাড়ি আর নৌকা একই রাস্তায় চলে। পৃথিবীর আর কোথাও এমন দৃশ্য দেখা যায় বলে মনে হয় না। এই পরিস্থিতিতে গাড়ি পাওয়া যায় না, ফলে জনগণের দুর্ভোগের সীমা থাকে না। রাজধানীবাসীর এই দুর্ভোগ থেকে উত্তরণের জন্য ঢাকাকে দুই ভাগে ভাগ করা হয়েছে আর তাতে দুজন মেয়র নির্বাচিত হয়ে থাকেন। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির মেয়র প্রার্থীরা নির্বাচনের আগে অনেক ওয়াদার মধ্যে তাদের প্রধান ওয়াদা হচ্ছে ‘জলাবদ্ধতা নিরসন’ কল্পে কাজ করা। কিন্তু বিভিন্ন সময় মেয়র নির্বাচিত হলেও ওয়াদা অনুযায়ী কাজ হচ্ছে না। ফলে ঢাকাবাসী এই জনদুর্ভোগ থেকে কোনভাবেই রেহাই পাচ্ছে না। আর এই বর্ষা মৌসুমসহ সারা বছর রাজধানীতে যে খোঁড়াখুঁড়ি করা হয় জলাবদ্ধতার এটাও অন্যতম একটি কারণ। রাজধানীর ফুটপাথ দখল করে আছে হকাররা আর প্রচুর বৃষ্টিতে যখন পানি জমে থাকে তখন পথচারীদের আরও দুর্ভোগে পড়তে হয় এই হকারদের দোকানের কারণে। ফলে দুর্ভোগ আরও বেড়ে যায়। এ রকম অবস্থায় এই জনদুর্ভোগ থেকে রক্ষা পেতে হলে নিম্নের উপায়গুলো অবলম্বন করা যেতে পারে- ১. নির্বাচনের ওয়াদা পরিপূর্ণরূপে পালন করতে হবে। ২. বর্ষা মৌসুমে খোঁড়াখুঁড়ি বন্ধ রাখতে হবে। ৩. নালা নিয়মিত পরিষ্কার করতে হবে। ৪. ফুটপাথ দখলমুক্ত এবং রাস্তা সংস্কার করতে হবে। ৫. জনগণকে সচেতন করতে হবে। উপরোক্ত বিষয়গুলো বিবেচনা করাসহ আরও বিভিন্ন সমস্যা রয়েছে যেগুলো সমাধান করলে রাজধানীবাসীর দুর্ভোগ অনেকটাই লাঘব হবে। রাজধানীতে জলাবদ্ধতার সমস্যা শুধু বর্ষা মৌসুমে নয়, বছরের অন্য সময়ও সামান্য বৃষ্টিতেই জনগণের দুর্ভোগের মাত্রা চরম পর্যায়ে চলে যায়। ফলে স্কুল-কলেজের ছাত্রছাত্রীদের জলাবদ্ধ পথে চলতে অসুবিধা হয়ে থাকে মাঝে মাঝে বড় ধরনের বিপদের আশঙ্কাও থেকে যায়। অতএব, সমস্যার সমাধান কল্পে দ্রুত কাজ করে যেতে হবে। তবেই এই জনদুর্ভোগ থেকে রক্ষা পাওয়া যাবে। টাঙ্গাইল থেকে
×