ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

ইউএস ওপেনে চমক দেখাতে চান ওজনিয়াকি

প্রকাশিত: ০৬:৫৮, ১ আগস্ট ২০১৮

ইউএস ওপেনে চমক দেখাতে চান ওজনিয়াকি

স্পোর্টস রিপোর্টার ॥ এ বছরের শুরুতেই অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা জয় করেন ক্যারোলিন ওজনিয়াকি। ১৩ বছরের পেশাদার টেনিস ক্যারিয়ারে এটিই প্রথম গ্র্যান্ডস্লাম জয় ডেনমার্কের এ ২৮ বছর বয়সী তারকার। সেক্ষেত্রে প্রথমবারের মতো গ্র্যান্ডস্লাম চ্যাম্পিয়ন হিসেবেই বছরের শেষ গ্র্যান্ডস্লাম আসর ইউএস ওপেনে নামবেন তিনি। তবে তার আগে ফিটনেসে আরও উন্নতি ও কঠোর পরিশ্রমে মনোযোগী হয়ে উঠেছেন এ সুন্দরী। কারণ এবার তার লক্ষ্য ইউএস ওপেন জয়। সেক্ষেত্রে এ দুটির কোন বিকল্প নেই বলেই মনে করেন তিনি। অস্ট্রেলিয়ান ওপেন জেতার পর নিজের মধ্যে সাহস ও আত্মবিশ্বাস আরও বেড়েছে এবং বড় কিছু অর্জনের জন্য নতুন করে লক্ষ্যস্থির করেছেন বলে দাবি ওজনিয়াকির। ২০০৯ ও ২০১৪ সালে ইউএস ওপেনের ফাইনালে উঠেছিলেন ওজনিয়াকি। কিন্তু শিরোপা জেতা হয়নি। ২০১০ সালেই তিনি ডব্লিউটিএ র‌্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছিলেন। অথচ বিশ্বের এক নম্বর তারকা হয়েও জেতা হয়ে ওঠেনি মর্যাদার গ্র্যান্ডস্লাম। অবশেষে সেই দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটেছে এ তারকার। জানুয়ারিতে অস্ট্রেলিয়ান ওপেন জিতে আবারও শীর্ষস্থানে উঠে আসেন এক নম্বর সিমোনা হ্যালেপকে ফাইনালে হারিয়ে। সে বিষয়ে ওজনিয়াকি বলেন, ‘প্রথম গ্র্যান্ডস্লাম জয়ের অনুভূতিটা দারুণ। দুটি দারুণ সপ্তাহ কেটেছিল। এদিক থেকে আমার মনে হয়, ইউএস ওপেনকে সামনে রেখে কঠোর পরিশ্রম করা চালিয়ে যেতে হবে এবং যতটা সম্ভব সেরা শারীরিক অবস্থানে থাকার চেষ্টা করতে হবে। এটাই একজন টেনিস খেলোয়াড় তার প্রস্তুতিতে করতে পারে।’ পরিণত একজন টেনিস খেলোয়াড় হয়ে উঠেছেন এখন ওজনিয়াকি। এটাই উপযুক্ত সময় মর্যাদাপূর্ণ আরও কয়েকটি আসরে চ্যাম্পিয়ন হওয়ার। সে জন্যই এসব কথা ভাবছেন তিনি। গত বছর মৌসুম শেষের মর্যাদাপূর্ণ আসর ডব্লিউটিএ চ্যাম্পিয়নশিপ থেকেই ওজনিয়াকির সময়টা সুন্দর হতে শুরু করেছে। সিঙ্গাপুরে হওয়া সেই বিশ্বসেরা ৮ খেলোয়াড়ের টুর্নামেন্টের ফাইনালে ভেনাস উইলিয়ামসকে ফাইনালে পরাজিত করে চ্যাম্পিয়ন হন তিনি। মেলবোর্নে এ বছর তাই বেশ ভাল অবস্থানে থেকেই নেমেছিলেন ওজনিয়াকি। এরপর অস্ট্রেলিয়ান ওপেনও জিতে ষোলকলা পূর্ণ করেন ভাল সময়ের। ৬ বছর পর পুনরুদ্ধার করেন এক নম্বর স্থান। এরপরই ব্যক্তিগত জীবনের একটি বড় কাজ সেরে ফেলেন। চ্যাম্পিয়ন হওয়ার কয়েকদিন পরই সাবেক বাস্কেটবল খেলোয়াড় ডেভিড লি’র সঙ্গে বাগদান সম্পন্ন করেন তিনি। ২০১৪ সালে আইরিশ গলফ তারকা রোরি ম্যাকলিরয়ের সঙ্গে বাগদানের কয়েকদিন পরই বিচ্ছেদ ঘটেছিল ওজনিয়াকির। এরপর থেকে টানা ৪ বছর একা কাটিয়েছিলেন তিনি। গত মাসে ইস্টবোর্নে ক্যারিয়ারের ২৯তম ডব্লিউটিএ শিরোপা জয় করেছেন। তবে ফ্রেঞ্চ ওপেনে চতুর্থ রাউন্ড থেকেই বিদায় নিতে হয়েছিল। উইম্বলডনে আরও বাজে গেছে, দ্বিতীয় রাউন্ড থেকেই ছিটকে যান তিনি। এ কারণেই বর্তমানে র‌্যাঙ্কিংয়ে আবার শীর্ষস্থান হারিয়ে দুই নম্বরে অবস্থান করছেন। ওজনিয়াকি বলেন, ‘আমি কিছুটা সময় অবসর কাটিয়েছি। খুবই কঠিন একটা মৌসুম কেটেছে আমার। আমার পুরনো ট্রেইনার ফিরেছেন এবং আমাকে সীমার বাইরে পরিশ্রম করিয়েছেন। আর আমিও চাইছিলাম যতটা সম্ভব নিজের সেরা শারীরিক অবস্থানে থাকতে। এখন বেশ ভালই বোধ করছি।’ অস্ট্রেলিয়ান ওপেন জেতার পর এখন আরও উজ্জীবিত ও আত্মবিশ্বাসী হয়ে উঠেছেন ওজনিয়াকি। তিনি বলেন, ‘অনুপ্রেরণা এবং দারুণ কিছু অর্জনের ক্ষুধা সবসময়ই ছিল। এটা লক্ষ্য পুনঃনির্ধারণ এবং আরেকটি মাইলফলক স্থির করার জন্য আমাকে অনুপ্রাণিত করেছে।’
×